Ajker Patrika

গবেষণার জায়গায় কনস্ট্রাকশন ইয়ার্ড, নার্সারি ও টি স্টল

আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৪: ৪৬
গবেষণার জায়গায় কনস্ট্রাকশন ইয়ার্ড, নার্সারি ও টি স্টল

চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ কমপ্লেক্স একটি জ্ঞানচর্চা ও গবেষণার জায়গা। আর এ জায়গার বিশাল অংশজুড়ে সাত বছর ধরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কনস্ট্রাকশন ইয়ার্ড হিসেবে ব্যবহার করছে। দেশের অন্যতম ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপ প্রতি মাসে দশ লাখ টাকায় জায়গাটি ভাড়া নিয়েছিল। অপর অংশে নার্সারি বাগান গড়ে ব্যবসা পরিচালনা করছে আরণ্যক পুষ্প বিতান। আরও আছে ৪টি ভ্রাম্যমাণ টি স্টল।

জানা গেছে, ১৯৭৬ সালে জ্ঞান বিজ্ঞান চর্চা ও গবেষণার জন্য জমিয়াতুল ফালাহ একটি মসজিদসহ কমপ্লেক্স করা হয়। এ জন্য স্থাপন করা হয় বিশাল লাইব্রেরি। ১২ একর জায়গার ওপর নির্মিত হয় চট্টগ্রামের সবচেয়ে বড় মসজিদ। রাখা হয় একটি বিরাট মাঠ। এ মাঠে ঈদের কেন্দ্রীয় জামাত, বড় জানাযার নামাজ হয়ে থাকে। এ ছাড়া বিভিন্ন ধর্মীয় ওয়াজ মাহফিল হয়ে থাকে। 

নগর পরিকল্পনাবিদ মো. আশিক ইমরান আজকের পত্রিকাকে বলেন, নগরের মাঝখানে এভাবে কনস্ট্রাকশন ইয়ার্ড রাখা ঠিক না। জমিয়াতুল ফালাহ একটি কেন্দ্রীয় মসজিদ। এর পাশেই রয়েছে একটি পাঁচ তারকা হোটেল, এখানে দেশি মেহমান আসেন, তা ছাড়া সার্কিট হাউজের লাগোয়া কনস্ট্রাকশন ইয়ার্ড। যেখানে সব সময় ধুলা বালি পাথর ভাঙার আওয়াজ। যা কোন নগরের জন্য সুন্দর নয়। ২৪ অক্টোবর পরিবেশ অধিদপ্তরের ওয়েব সাইডে ডেইলি এয়ার কোয়ালিটি ইনডেক্সে চট্টগ্রামকে সতর্ক ক্যাটাগরিতে দেখা গেছে।

ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. তৌহিদুল ইসলাম জানান, মাসিক দশ লাখ টাকায় ম্যাক্স গ্রুপকে তাদের কনস্ট্রাকশন ইয়ার্ডের জন্য ভাড়া দেওয়া হয়েছে। জমিয়তুল ফালাহ কমপ্লেক্স বর্তমানে রাজস্ব খাতে পরিচালিত। এ প্রতিষ্ঠানের মোট কর্মচারী রয়েছে ১৫ জন।

সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, জমিয়তুল কমপ্লেক্সে ম্যাক্স গ্রুপের বিশাল পাথরের স্তূপ। বিভিন্ন মালামালে পরিপূর্ণ। ধুলাবালিতে আশপাশের ভরে গেছে। সীমানা প্রাচীর গুলোতে জঙ্গল উঠেছে। মসজিদ চত্বরে বেশ কয়েকটি টি স্টল রয়েছে। পশ্চিম অংশে আরণ্যক নামের একটি নার্সারি রয়েছে। 

এ সময় কথা হয় মুসল্লি মো. ফখরুল ইসলামের সঙ্গে তিনি জানান, মসজিদ কমপ্লেক্সে এভাবে ভাড়া দেওয়ার দরকার কি এটি সরকারি প্রতিষ্ঠান। এ ছাড়া মসজিদ চত্বরে ঠিকাদারের সাইড অফিস ও ইয়ার্ড মানায় না। তিনি এগুলো মসজিদ কমপ্লেক্স থেকে সরানোর দাবি জানান। 

ম্যাক্স গ্রুপের মিডিয়া ম্যানেজার মো. ইব্রাহিম খলিল পলাশ জানান, আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে ভাড়া নিয়েছি। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করছে এ প্রতিষ্ঠান। 

পরিষদ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের পরিচালক নূরুল্লাহ নূরী বিষয়টি স্বীকার করে বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত