Ajker Patrika

চট্টগ্রামে হেলে পড়ল চারতলা ভবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৮: ১৫
চট্টগ্রামে হেলে পড়ল চারতলা ভবন

চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় ভূমিকম্পের পর একটি চারতলা ভবন পাশের পাঁচতলা ভবনের ওপর হেলে পড়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন ওই দুই ভবনের বাসিন্দারা।

আজ শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে সারা দেশে ৬ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। আগে থেকে হেলে থাকা ভবনটির ওপরের অংশটি ভূমিকম্পের পর পাশের ভবনে গিয়ে পড়েছে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, ৪২৯ /এ কাপাসগোলা সড়কের (উর্দু গলি) রহমান ভিলাটি পাশের ফরিদ মিয়ার মালিকানাধীন পাঁচতলা ভবনে গিয়ে হেলে পড়েছে। তবে ওই ভবনের দ্বিতীয় তলা থেকে নিচতলা পর্যন্ত দুই ফুটের মতো ফাঁক রয়েছে। কিন্তু ওপরের তিনতলা থেকে ছাদ পর্যন্ত অংশটি পাশের ভবনে লেগে গেছে। 

রহমান ভিলার নিচতলার বাসিন্দা খায়রুল ইসলাম বলেন, ‘হেলে পড়ার পরও ভবন মালিকের কোনো পদক্ষেপ নেই। আমরা এখন খুব অনিরাপদে বসবাস করছি।’ 

দ্বিতীয় তলার আরেক বাসিন্দা রৌশন চৌধুরী বলেন, ‘জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে পুরো ভবনের বাসিন্দারা। আমরা খুব শিগগিরই বাসা ছেড়ে দেব।’ 

রহমান ভিলার কেয়ারটেকার চৌধুরী বাবু বলেন, হেলে পড়ার বিষয়টি ভবন মালিককে জানানো হয়েছে। 

হেলে পড়া ভবনের মালিক মো. ফরিদ উদ্দিন বলেন, `হেলে পড়ার বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। তবে আমার ভবনটি অনেক শক্ত হওয়ায় এর কিছু হবে না।' 

মো. ফরিদ উদ্দিন বলেন, ‘যদিও ভবনটি আগে থেকে একটু হেলে পড়েছিল। তখন ফাঁকও ছিল। ভোরে ভূমিকম্পের পর পাশের ভবনে একেবারে লেগে গেছে। তবে বিষয়টি এখনো কাউকে জানায়নি। 

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, ‘বিষয়টি জেনেছি। আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত