নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় ভূমিকম্পের পর একটি চারতলা ভবন পাশের পাঁচতলা ভবনের ওপর হেলে পড়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন ওই দুই ভবনের বাসিন্দারা।
আজ শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে সারা দেশে ৬ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। আগে থেকে হেলে থাকা ভবনটির ওপরের অংশটি ভূমিকম্পের পর পাশের ভবনে গিয়ে পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ৪২৯ /এ কাপাসগোলা সড়কের (উর্দু গলি) রহমান ভিলাটি পাশের ফরিদ মিয়ার মালিকানাধীন পাঁচতলা ভবনে গিয়ে হেলে পড়েছে। তবে ওই ভবনের দ্বিতীয় তলা থেকে নিচতলা পর্যন্ত দুই ফুটের মতো ফাঁক রয়েছে। কিন্তু ওপরের তিনতলা থেকে ছাদ পর্যন্ত অংশটি পাশের ভবনে লেগে গেছে।
রহমান ভিলার নিচতলার বাসিন্দা খায়রুল ইসলাম বলেন, ‘হেলে পড়ার পরও ভবন মালিকের কোনো পদক্ষেপ নেই। আমরা এখন খুব অনিরাপদে বসবাস করছি।’
দ্বিতীয় তলার আরেক বাসিন্দা রৌশন চৌধুরী বলেন, ‘জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে পুরো ভবনের বাসিন্দারা। আমরা খুব শিগগিরই বাসা ছেড়ে দেব।’
রহমান ভিলার কেয়ারটেকার চৌধুরী বাবু বলেন, হেলে পড়ার বিষয়টি ভবন মালিককে জানানো হয়েছে।
হেলে পড়া ভবনের মালিক মো. ফরিদ উদ্দিন বলেন, `হেলে পড়ার বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। তবে আমার ভবনটি অনেক শক্ত হওয়ায় এর কিছু হবে না।'
মো. ফরিদ উদ্দিন বলেন, ‘যদিও ভবনটি আগে থেকে একটু হেলে পড়েছিল। তখন ফাঁকও ছিল। ভোরে ভূমিকম্পের পর পাশের ভবনে একেবারে লেগে গেছে। তবে বিষয়টি এখনো কাউকে জানায়নি।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, ‘বিষয়টি জেনেছি। আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি।’
চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় ভূমিকম্পের পর একটি চারতলা ভবন পাশের পাঁচতলা ভবনের ওপর হেলে পড়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন ওই দুই ভবনের বাসিন্দারা।
আজ শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে সারা দেশে ৬ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। আগে থেকে হেলে থাকা ভবনটির ওপরের অংশটি ভূমিকম্পের পর পাশের ভবনে গিয়ে পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ৪২৯ /এ কাপাসগোলা সড়কের (উর্দু গলি) রহমান ভিলাটি পাশের ফরিদ মিয়ার মালিকানাধীন পাঁচতলা ভবনে গিয়ে হেলে পড়েছে। তবে ওই ভবনের দ্বিতীয় তলা থেকে নিচতলা পর্যন্ত দুই ফুটের মতো ফাঁক রয়েছে। কিন্তু ওপরের তিনতলা থেকে ছাদ পর্যন্ত অংশটি পাশের ভবনে লেগে গেছে।
রহমান ভিলার নিচতলার বাসিন্দা খায়রুল ইসলাম বলেন, ‘হেলে পড়ার পরও ভবন মালিকের কোনো পদক্ষেপ নেই। আমরা এখন খুব অনিরাপদে বসবাস করছি।’
দ্বিতীয় তলার আরেক বাসিন্দা রৌশন চৌধুরী বলেন, ‘জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে পুরো ভবনের বাসিন্দারা। আমরা খুব শিগগিরই বাসা ছেড়ে দেব।’
রহমান ভিলার কেয়ারটেকার চৌধুরী বাবু বলেন, হেলে পড়ার বিষয়টি ভবন মালিককে জানানো হয়েছে।
হেলে পড়া ভবনের মালিক মো. ফরিদ উদ্দিন বলেন, `হেলে পড়ার বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। তবে আমার ভবনটি অনেক শক্ত হওয়ায় এর কিছু হবে না।'
মো. ফরিদ উদ্দিন বলেন, ‘যদিও ভবনটি আগে থেকে একটু হেলে পড়েছিল। তখন ফাঁকও ছিল। ভোরে ভূমিকম্পের পর পাশের ভবনে একেবারে লেগে গেছে। তবে বিষয়টি এখনো কাউকে জানায়নি।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, ‘বিষয়টি জেনেছি। আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি।’
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগদান দেবেন। পাশাপাশি তাঁর পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামও পরিদর্শন করবেন।
২৯ মিনিট আগেনড়াইলের লোহাগড়ায় বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে খাজা মোল্যা (৫১) নামে এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কুমারডাঙ্গা সড়কের উপর হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত খাজা মোল্যা উপজেলার ইতনা ইউনিয়নের পার-ইছাখালী গ্রামের লবাব মোল্যা ওরফে লবা মোল্যার ছেলে।
৩০ মিনিট আগেযশোরের মনিরামপুরে এক শিক্ষক নেতার বিরুদ্ধে বিদ্যালয় ফাঁকি দেওয়ার অভিযোগ করেছেন তার সহকর্মী। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না আকস্মিকভাবে ওই বিদ্যালয় পরিদর্শনে গেলে তিনি এই অভিযোগ করেন। পরে ইউএনও বিদ্যালয় ত্যাগ করার পর অভিযুক্ত শিক্ষক মজনুর রহমান তার সহকর্মী রবিউল ইসলাম
৩৬ মিনিট আগেরাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর রাজাবাজারসহ কয়েকটি এলাকা থেকে তাঁদের আটক করা হয়। তবে আটক ব্যক্তিদের নাম জানা যায়নি।
২ ঘণ্টা আগে