Ajker Patrika

ফ্ল্যাটের ভেতরে মদের ‘কারখানা’ বানিয়েছিলেন মা-মেয়ে 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৫: ১৬
ফ্ল্যাটের ভেতরে মদের ‘কারখানা’ বানিয়েছিলেন মা-মেয়ে 

চট্টগ্রাম নগরীতে ফ্ল্যাটের ভেতরে গোপনে পাহাড়ি চোলাই মদ তৈরির কারখানা খুলে বসা মা মনোয়ারা খাতুন (৬০) ও তাঁর মেয়ে লাকি আক্তারকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ওই বাসা থেকে পাঁচ লিটার চোলাই মদ, সাড়ে তিন মণের ওপরে চোলাই মদ তৈরির উপাদান পচা ভাত, মদ তৈরির বিম জব্দ করা হয়। 

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চান্দগাঁও থানাধীন বাড়ইপাড়া এলাকায় হাজী নূর নবী সওদাগর ভবনের ষষ্ঠতলার বাসাটি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মনোয়ারা নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার কেরিংচর গ্রামের মৃত দানু মিয়ার মেয়ে। আর পটিয়ার আব্দুর রহিমের স্ত্রী হলেন লাকি আক্তার।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা মূলত বাসাটির ভাড়াটিয়া। গোপনে তাঁরা এখানে চোলাই মদ তৈরি ও বাইরে বিক্রির সঙ্গে জড়িত।

ওসি বলেন, অভিযানে ২০ লিটারের ২৫টি বালতিতে সাড়ে তিন মণের বেশি পচা ভাত পাওয়া যায়। এসব ভাত দিয়ে মূলত বিশেষ কায়দায় চোলাই মদ তৈরি হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত