কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চার স্তরের ব্যাপক নিরাপত্তাবলয়ের মধ্যে শান্তিপূর্ণভাবে চলছে কক্সবাজার পৌরসভা নির্বাচন। আজ সোমবার সকাল ৮টা থেকে পৌর এলাকার ১২টি ওয়ার্ডের ৪৩টি ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ চলছে।
নাগরিকদের শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে এরই মধ্যে ভোটকেন্দ্রগুলোতে ৭৯০ জন পুলিশ, ৭ প্লাটুন বিজিবি, ১২ ওয়ার্ডে ১২টি র্যাবের পেট্রোল টিম, ১২ ওয়ার্ডে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সঙ্গে তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।
পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পৌরসভার প্রতিটি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি আর ব্যাপক উপস্থিতি দেখা গেছে। তবে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের সংখ্যা একটু বেশি।
এদিকে সকালে ভোট গ্রহণ শুরুর পর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সৈকত বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মাশেদুল হক রাশেদ। একই ওয়ার্ডের ওমেদ আলী বিদ্যালয় কেন্দ্রে সকালে ভোট দেন ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাহাবুবুর রহমান মাবু।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোছাইন বলেন, এখন পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণভাবেই চলছে। শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ শেষ হবে বলে আশা করেন এই কর্মকর্তা।
কক্সবাজার পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী), ইসলামী আন্দোলন বাংলাদেশ, স্বতন্ত্রসহ পাঁচজন, কাউন্সিলর পদে ৫৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৯৪ হাজার ৮০২। এর মধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৭৯ জন ও মহিলা ভোটার ৪৪ হাজার ৯২৩ জন।
চার স্তরের ব্যাপক নিরাপত্তাবলয়ের মধ্যে শান্তিপূর্ণভাবে চলছে কক্সবাজার পৌরসভা নির্বাচন। আজ সোমবার সকাল ৮টা থেকে পৌর এলাকার ১২টি ওয়ার্ডের ৪৩টি ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ চলছে।
নাগরিকদের শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে এরই মধ্যে ভোটকেন্দ্রগুলোতে ৭৯০ জন পুলিশ, ৭ প্লাটুন বিজিবি, ১২ ওয়ার্ডে ১২টি র্যাবের পেট্রোল টিম, ১২ ওয়ার্ডে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সঙ্গে তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।
পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পৌরসভার প্রতিটি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি আর ব্যাপক উপস্থিতি দেখা গেছে। তবে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের সংখ্যা একটু বেশি।
এদিকে সকালে ভোট গ্রহণ শুরুর পর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সৈকত বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মাশেদুল হক রাশেদ। একই ওয়ার্ডের ওমেদ আলী বিদ্যালয় কেন্দ্রে সকালে ভোট দেন ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাহাবুবুর রহমান মাবু।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোছাইন বলেন, এখন পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণভাবেই চলছে। শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ শেষ হবে বলে আশা করেন এই কর্মকর্তা।
কক্সবাজার পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী), ইসলামী আন্দোলন বাংলাদেশ, স্বতন্ত্রসহ পাঁচজন, কাউন্সিলর পদে ৫৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৯৪ হাজার ৮০২। এর মধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৭৯ জন ও মহিলা ভোটার ৪৪ হাজার ৯২৩ জন।
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
২৭ মিনিট আগেমাদারীপুরের শিবচরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির লোকজনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শিবচরের চরশ্যামাইল এলাকার পৌরভবন ২-এর কাছে এ হামলার ঘটনা ঘটে। জয় বাংলা স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগের লো
৪১ মিনিট আগেপুলিশ বলছে, দুটি লাশই বিকৃত অবস্থায় পাওয়া যায়। যাত্রীর আসনে থাকা মরদেহের মুখ থেঁতলানো অবস্থায় ছিল। গাড়ির সব দরজা খোলা ছিল। তাঁদের মৃত্যুর কারণ নিয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি তারা।
৪৪ মিনিট আগেফেনীর পরশুরাম সীমান্তে নুরুল ইসলাম (৬৩) নামের এক ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়ার ৭ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার বিকেলে পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাঁকে ফেরত দেওয়া হয়। এ সময় উভয় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগে