Ajker Patrika

সরাইলে ঝড়ের তাণ্ডবে ২০ বসতবাড়ি ক্ষতিগ্রস্ত 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
সরাইলে ঝড়ের তাণ্ডবে ২০ বসতবাড়ি ক্ষতিগ্রস্ত 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঝড়ের তাণ্ডবে ২০টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় বেশ কিছু গাছপালা উপড়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ শুক্রবার বিকেলে উপজেলার লাল মিয়া পাড়া গ্রামের এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আজ সকাল থেকেই ভারী ও মাঝারি আকারে বৃষ্টিপাত শুরু হয়। বেলা ৩টার দিকে হঠাৎ করে মেরাতলী মাঠের দিক থেকে প্রচণ্ড বেগে ঝড় ধেয়ে আসে। মুহূর্তের মধ্যে এলাকার ২০ টিনশেড ঘর ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া টিনের চালা উড়ে গিয়ে বিদ্যুতের খুঁটির তারের সঙ্গে জড়িয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাশাপাশি ছোট–বড় গাছের ডালপালা ভেঙে বসতবাড়ির টিনের চালের ওপরে পড়েছে। 

উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল বলেন, ‘সকাল থেকেই ভারী ও মাঝারি বৃষ্টিপাত হয়। বেলা ৩টার সময় হঠাৎ মেরাতলী মাঠের দিক থেকে প্রচণ্ড বেগে ঝড় ধেয়ে আসে। এতে দোকানপাটসহ ২০ বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।’ 

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সরওয়ার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। তাৎক্ষণিকভাবে ১২টি পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ শেষে ক্ষতিগ্রস্তদের মধ্যে টিন ও নগদ টাকা দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত