Ajker Patrika

নোয়াখালীতে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুর গ্রামের বাড়িতে ভাঙচুর। ছবি: আজকের পত্রিকা
নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুর গ্রামের বাড়িতে ভাঙচুর। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে নোয়াখালী পৌরসভার জয়কৃষ্ণপুর গ্রামের বাড়িতে এ হামলা চালানো হয়। গত বছরের ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর থেকে আবদুল ওয়াদুদ পিন্টু আত্মগোপনে রয়েছেন।

পিন্টুর পরিবারের সদস্যরা জানান, রাত সাড়ে ১১টার দিকে ৭০-৮০টি মোটরসাইকেলে চড়ে লোকজন তাঁদের বাড়িতে ঢুকে পড়ে। প্রতিটি মোটরসাইকেলে দুই-তিনজন করে লোক ছিল। কিছু বুঝে ওঠার আগে তারা বাড়িতে হামলা-ভাঙচুর শুরু করে।

পিন্টুর স্ত্রী সাবরিনা মাহজাবিন জয়ন্তী বলেন, হামলাকারীরা বাড়ির নিচতলা ও দ্বিতীয় তলায় প্রতিটি কক্ষে হামলা-ভাঙচুর করেছে। তারা মূল্যবান মালপত্র লুট করে নিয়ে গেছে। বাড়ির সামনে রাখা তিনটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। এ সময় তাঁদের বাড়ির ভাড়াটেদের ঘরেও হামলা চালানো হয়। তবে হামলাকারীদের কাউকে তিনি চিনতে পারেননি।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, হামলাকারীরা গ্লাস ভাঙচুর করেছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের কেউ থানায় অভিযোগ করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত