Ajker Patrika

বাবাকে হত্যার অভিযোগে ছেলের মামলায় মা গ্রেপ্তার 

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১১: ৫২
বাবাকে হত্যার অভিযোগে ছেলের মামলায় মা গ্রেপ্তার 

কুমিল্লার হোমনায় ব্যবসায়ীকে হত্যার অভিযোগে তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যা মামলাটি দায়ের করেছেন তাঁদেরই ছেলে। আজ বুধবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন। 

নিহত ব্যবসায়ীর নাম মো. সিরাজুল ইসলাম (৪৫)। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন তাঁর স্ত্রী তানিয়া ইসলাম। নিহতের ছেলে মো. টুটুল বাদী হয়ে বাঞ্ছারামপুর থানায় হত্যা মামলাটি করেন। 

নিহত সিরাজুল ইসলাম হোমনা উপজেলার রামকৃষ্ণপুর আড়ালিয়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে এবং চান্দেরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সিরাজুল ইসলাম একসময় বিএনপি করতেন, পরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 

নিহতের মেয়ে শিমু আক্তার বলেন, ‘উপজেলার ভুরভুরিয়া গ্রামে বাবার এক ধর্ম বোনের বাড়িতে যাতায়াতকে কেন্দ্র করে তাঁর মা-বাবার মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া চলে আসছে। পারিবারিক কলহের জেরে মাঝে মাঝে তার বাবাকে তাদের সামনেই মা বঁটি দিয়ে, ঝাড়ু নিয়ে মারতে যেতেন। প্রায়ই মা তাঁর বাবার সঙ্গে খারাপ আচরণ করতেন এবং ‘‘তোর রক্ত দিয়ে গোসল করমু’’ বলে হুমকি-ধমকি দিতেন।’ 

তিনি আরও বলেন, ‘প্রায় ৯ মাস যাবৎ মা আমাদের বাসায় থাকেন না। প্রতিবেশী ছবির মিয়া, পাপিয়া, কালন ও রাহিমার বাড়িতে থাকতেন। সেই বাড়িতে থেকেই বাবাকে বারবার মারার হুমকি দিতেন। আমি আমার বাবা হত্যার বিচার চাই।’ 

গত শনিবার উপজেলার রামকৃষ্ণপুর বাজারের ব্যবসায়ী সিরাজুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন রোববার ভোরে সিরাজুল ইসলামকে বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামের মাঈনুদ্দিন মেম্বারের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। সেখান থেকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

পরে হোমনা থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন লাশের সুরতহাল করে ঘটনাস্থল বাঞ্ছারামপুর হওয়ায় লাশ ময়নাতদন্তের জন্য বাঞ্ছারামপুর থানার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

এ ঘটনায় নিহত সিরাজুল ইসলামের ছেলে টুটুল বাদী হয়ে তাঁর মা তানিয়া ইসলামকে প্রধান আসামি করে বাঞ্ছারামপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত