Ajker Patrika

ভাতিজার দায়ের কোপে চাচার দুই হাত বিচ্ছিন্ন

কক্সবাজার প্রতিনিধি
ভাতিজার দায়ের কোপে চাচার দুই হাত বিচ্ছিন্ন

জমিজমার বিরোধের জের ধরে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে ভাতিজার দায়ের কোপে চাচার দুই হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। বুধবার ইফতারের পর খুরুশকুলের হাটখোলা পাড়ায় এঘটনা ঘটেছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার দুই সহোদর বেদারুল আলম ও মোর্শেদ আলমের মধ্যে দীর্ঘদিন ধরে জমির বিরোধ চলে আসছিল। এ বিরোধে স্থানীয়ভাবে আপস মীমাংসাও হয়। কিন্তু আজ আবারও বাগ্বিতণ্ডার এক পর্যায়ে বেদারুলে ছেলে তারিফ হাসান চাচা মোর্শেদের (৩৬) ওপর হামলা চালায়। এতে মোর্শেদের এক হাত বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং এক হাত সামান্য ঝুলে রয়েছে। 

খুরুশকুলের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, গুরুতর আহত মোর্শেদকে কক্সবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। জমিজমার বিরোধে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত