Ajker Patrika

বেগমগঞ্জে দুটি অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৬ মে ২০২২, ১৬: ৩০
বেগমগঞ্জে দুটি অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে অভিযান চালিয়ে মো. রবিন (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে দুটি পাইপগান জব্দ করা হয়েছে। আজ সোমবার ভোর সোয়া ৫টার দিকে ইউনিয়নের মিয়াপুর গ্রাম থেকে রবিনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মো. রবিন ওই গ্রামের মকবুল আহম্মদের ছেলে। 

পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রোবেল মিয়ার নেতৃত্বে মিয়াপুর গ্রামের মকবুল আহম্মদের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে তাঁদের বসতঘরে থেকে প্রথমে রবিনকে গ্রেপ্তার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রান্নাঘরের পাশের একটি কবুতরের বাক্স থেকে বস্তায় মোড়ানো অবস্থায় দুটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করা হয়। 

এসআই রোবেল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিনের বিরুদ্ধে অস্ত্রসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত