Ajker Patrika

৬ মাস পর কুমিল্লা নগর আ. লীগের কমিটি ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১২ মে ২০২৩, ২৩: ৩৪
৬ মাস পর কুমিল্লা নগর আ. লীগের কমিটি ঘোষণা

সম্মেলনের ছয় মাস পর কুমিল্লা মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ এ কমিটির অনুমোদন দেন। কমিটিতে ১৫ জনকে উপদেষ্টা করা হয়েছে।

এর আগে গত বছরের ৫ নভেম্বর মহানগর আওয়ামী লীগের সম্মেলনে কাউন্সিল ও ডেলিগেটদের মতামতের ভিত্তিতে বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাতের নাম ঘোষণা করা হয়।

কমিটির সহসভাপতিরা হলেন–অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম, ডাক্তার বাকী আনিছ, কমান্ডার সফিউল আহমেদ বাবুল, উইং কমান্ডার গোলাম মো. সিকান্দর আবিদুর রহমান জাহাঙ্গীর, গোলাম মওলা জসিম, নুর আহমেদ মজুমদার, অ্যাডভোকেট আতিকুর রহমান আব্বাসী ও ওয়াহিদুর রহমান।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন তাহসিন বাহার সূচনা, যুগ্ম-সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, শাহিনুল ইসলাম শাহীন ও সৈয়দ নুরুর রহমান, আইন সম্পাদক অ্যাডভোকেট আমজাদ হোসেন, কৃষি ও সমবায় সম্পাদক সাদেকুর রহমান রানা, তথ্য ও গবেষণা সম্পাদক জমির উদ্দিন খান জম্পি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কবিরুল ইসলাম শিকদার, দপ্তর সম্পাদক বাবু শিব প্রসাদ রায়, ধর্ম সম্পাদক নাজমুল করিম সেন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল কামাল, বন ও পরিবেশ সম্পাদক সরকার মো. জাবেদ।

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোখলেসুর রহমান, মহিলা সম্পাদক ফাহমিদা জেবিন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শাহজাহান সাজু, যুব ও ক্রীড়া সম্পাদক সালেহ আহমেদ রাসেল, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক হাবিবুর সাহরীন সায়ের, শিল্প ও বাণিজ্য সম্পাদক আবদুল্লাহ আল ফাত্তাহ, শ্রম সম্পাদক হাসান খসরু, সাংস্কৃতিক সম্পাদক হাবিব উল্লাহ তুহিন, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. মোরশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, চিত্তরঞ্জন ভৌমিক, ডা. তাহসিন বাহার সূচনা, সহ-দপ্তর সম্পাদক নাইমুল হক হিমেল, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক এনাম, কোষাধ্যক্ষ আলী মনসুর ফারুক।

সদস্যরা হলেন–সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আনজুম সুলতানা সীমা, সমীর চন্দ, ওমর ফারুক, আফসান মিয়া, মির্জা মো. কোরাইসি, আবদুল ওয়াহিদ, রেজাউল করিম ভুলু, আমিনুল ইসলাম টুটুল, কাউন্সিলর আবুল হাসেম, মো. হেলাল উদ্দিন, কাইয়ুম খান বাবুল, কামল উদ্দিন, কাউন্সিলর আনোয়ার, আবদুল হান্নান, কাউন্সিলর নুর জাহান বেগম পুতুল, কাউন্সিলর কাউসারা বেগম সুমী, ইমরান বাচ্চু, আবদুল মালেক, মিজানুর রহমান ইরান, ইমামুজ্জামান চৌধুরী শামীম, দুলাল মাহমুদ, শ্যামল ভট্টাচার্য, মো. আজহার, জহিরুল ইসলাম, কবির ভূইয়া, কাউন্সিলর হানিফ মাহমুদ, কাউন্সিলর মন্জুর কাদের মনি, গোলাম মোস্তফা, কাউন্সিলর নাসির উদ্দিন নাজিম, কাউন্সিলর সৈয়দ রায়হান আহমেদ, কাউন্সিলর আজাদ, কাউন্সিলর নেহার বেগম, কাউন্সিলর আবুল হাসান ও কাউন্সিলর আমিনুল ইকরাম।

উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন–অ্যাডভোকেট রুস্তম আলী, ডা. মো. শহিদুল্লাহ, গোলাম কিবরিয়া, অ্যাডভোকেট কিরম ময় দত্ত ঝুনু, প্রফেসর ড. আসাদুজ্জামান, প্রফেসর আবদুর রশিদ, প্রফেসর রুহুল আমিন ভূইয়া, অ্যাডভোকেট আলী আজাদ, অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, আবদুল আলীম কাঞ্চন, এনায়েত উল্লাহ, নজরুল হক মজু, প্রবাল শেখর ভূইয়া মিঠু, নুর উর রহমান মাহমুদ তানিম, গোলাম মো. সিদ্দিকী পলিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

নারীর প্রতি অবমাননা: হেফাজতকে তিন এনসিপি নেত্রীসহ ৬ নারীর লিগ্যাল নোটিশ

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত