Ajker Patrika

নোয়াখালীতে ট্রাক চাপায় দুই মাদ্রাসাছাত্র নিহত

প্রতিনিধি
নোয়াখালীতে ট্রাক চাপায় দুই মাদ্রাসাছাত্র নিহত

কোম্পানীগঞ্জ (নোয়াখালী): নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৭টায় বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শিমুলতলী মোহাম্মদীয়া ফোরকানীয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চরকাঁকরা ৬ নম্বর ওয়ার্ডের কামরুজ্জামানের ছেলে গাজী মো. আশকার মাশফি (১০) ও একই ওয়ার্ডের শহীদুল ইসলামের ছেলে মিনহাজুল ইসলাম (৮)। তারা স্থানীয় দারুল আকরাম মাদ্রাসার ছাত্র। নিহতরা সম্পর্কে মামা ও ভাগনে। একই ঘটনায় আহত হন মোটরসাইকেল চালক মনিরুজ্জামান কোরাইশী (২৩)। সে নিহত গাজী মো. আশকার মাশফির বড়ভাই।

কোম্পানীগঞ্জ থানার এসআই মো. নিজাম উদ্দিন বলেন, সকালে মনিরুজ্জামান কোরাইশি ইফাস তাঁর ভাই আশকার ও ভাগনে মিনহাজুল ইসলামকে দারুল আক্রাম মাদ্রাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। পরে সকাল ৭টার দিকে ফোরকানীয়া মাদ্রাসার সামনে বসুরহাট-পেস্কারহাট রাস্তার মাথা সড়কে পৌঁছালে বিপরীতগামী একটি বেপরোয়া গতির ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই মাদ্রাসাছাত্র নিহত হয়। আহত হয়েছেন মোটরসাইকেল চালক মো. মনিরুজ্জামান কোরাইশী।

মনিরুজ্জামানকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরিবারের আপত্তি না থাকলে নিহতদের লাশ স্বজনদের কাছে দেওয়া হবে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালাতক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত