ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার প্রাইভেটকার ধাওয়া করেছে সরাইল উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা। আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
আজ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা বিএনপি আয়োজিত সভায় যোগ দেন রুমিন ফারহানা। ঢাকায় ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা সদরের উচালিয়া পাড়া এলাকায় ছাত্রলীগের ধাওয়ার শিকার হন তিনি।
রুমিন ফারহানা বিএনপির সাবেক সংসদ সদস্য ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।
খোঁজ নিয়ে জানা যায়, রুমিন ফারহানার আগমনের খবর পেয়ে সরাইল উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা সরাইল উচালিয়াপাড়া মোড়ে জড়ো হন। এ সময় স্লোগান দিয়ে পুরো এলাকায় প্রতিবাদ মিছিল করেন। পরে রুমিন ফারহানার গাড়িটি পুলিশ পাহারায় উচালিয়াপাড়া মোড় আসামাত্র ছাত্রলীগের নেতা কর্মীরা ধাওয়া করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গাড়িটিকে নিরাপদে স্থান ত্যাগ করার সুযোগ করে দেয়।
এ ব্যাপারে জানতে চাইলে সরাইল ছাত্রলীগের শরিফ উদ্দিন বলেন, ‘রুমিন ফারহানা সরাইল আশুগঞ্জের কেউ নন। তিনি এই এলাকার বহিরাগত। প্রায়শই সরাইল এলাকায় এসে তিনি সরকারের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হন। পাশাপাশি সরাইল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে নিয়ে কটূক্তি করেন। এর প্রতিবাদে আমরা তাঁকে প্রতিহত করার চেষ্টা করেছি। আগামী দিনেও একইভাবে তাঁর মিথ্যাচারকে প্রতিহত করা হবে।’
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন—সরাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানাউল্লাহ সেলু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাপ্পিসহ ছাত্রলীগ নেতা কর্মীরা।
এ ব্যাপারে জানতে রুমিন ফারহানা ব্যবহৃত ফোন নম্বরে একাধিকবার কলা করলেও তিনি সাড়া দেননি। তবে তাঁর ভেরিফায়েড পেজে লিখেছেন, ‘সরাইলে কর্মসূচি শেষে ফেরার পথে আওয়ামী লীগ আমার গাড়িতে হামলা করে’।
তবে সরাইল থানা-পুলিশের দায়িত্বে থাকা ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আলম মিয়া বলেন, ‘আসলে বিষয়টি ধাওয়া নয়। দু’পাশে নেতা কর্মীরা জড়ো হয়েছিল, পুলিশ তাদের সরিয়ে রুমিন ফারহানার গাড়িটিকে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে।’
বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার প্রাইভেটকার ধাওয়া করেছে সরাইল উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা। আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
আজ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা বিএনপি আয়োজিত সভায় যোগ দেন রুমিন ফারহানা। ঢাকায় ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা সদরের উচালিয়া পাড়া এলাকায় ছাত্রলীগের ধাওয়ার শিকার হন তিনি।
রুমিন ফারহানা বিএনপির সাবেক সংসদ সদস্য ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।
খোঁজ নিয়ে জানা যায়, রুমিন ফারহানার আগমনের খবর পেয়ে সরাইল উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা সরাইল উচালিয়াপাড়া মোড়ে জড়ো হন। এ সময় স্লোগান দিয়ে পুরো এলাকায় প্রতিবাদ মিছিল করেন। পরে রুমিন ফারহানার গাড়িটি পুলিশ পাহারায় উচালিয়াপাড়া মোড় আসামাত্র ছাত্রলীগের নেতা কর্মীরা ধাওয়া করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গাড়িটিকে নিরাপদে স্থান ত্যাগ করার সুযোগ করে দেয়।
এ ব্যাপারে জানতে চাইলে সরাইল ছাত্রলীগের শরিফ উদ্দিন বলেন, ‘রুমিন ফারহানা সরাইল আশুগঞ্জের কেউ নন। তিনি এই এলাকার বহিরাগত। প্রায়শই সরাইল এলাকায় এসে তিনি সরকারের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হন। পাশাপাশি সরাইল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে নিয়ে কটূক্তি করেন। এর প্রতিবাদে আমরা তাঁকে প্রতিহত করার চেষ্টা করেছি। আগামী দিনেও একইভাবে তাঁর মিথ্যাচারকে প্রতিহত করা হবে।’
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন—সরাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানাউল্লাহ সেলু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাপ্পিসহ ছাত্রলীগ নেতা কর্মীরা।
এ ব্যাপারে জানতে রুমিন ফারহানা ব্যবহৃত ফোন নম্বরে একাধিকবার কলা করলেও তিনি সাড়া দেননি। তবে তাঁর ভেরিফায়েড পেজে লিখেছেন, ‘সরাইলে কর্মসূচি শেষে ফেরার পথে আওয়ামী লীগ আমার গাড়িতে হামলা করে’।
তবে সরাইল থানা-পুলিশের দায়িত্বে থাকা ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আলম মিয়া বলেন, ‘আসলে বিষয়টি ধাওয়া নয়। দু’পাশে নেতা কর্মীরা জড়ো হয়েছিল, পুলিশ তাদের সরিয়ে রুমিন ফারহানার গাড়িটিকে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে।’
মোংলায় এনসিপির শ্রমিক সংগঠনের পূর্বঘোষিত সমাবেশ বিএনপি–সমর্থিত শ্রমিকদের হামলায় পণ্ড হয়ে গেছে। এতে এনসিপির নেত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগেচট্টগ্রামে স্কুলে গিয়ে নিখোঁজের পরদিন মো. রাহাত (১৩) নামের এক শিক্ষার্থীর লাশ কর্ণফুলী নদীর তীর থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটির স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে রাহাতের বন্ধুরা তাকে হত্যা করেছে। আজ বুধবার ভোরে নগরের চান্দগাঁও থানার হামিদচর এলাকায় কর্ণফুলীর তীরে কর্দমাক্ত অবস্থায় রাহাতের লাশ উদ্ধার
১১ মিনিট আগেকুষ্টিয়ার পৃথক স্থানে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত চয়েন উদ্দিন মৃধার ছেলে জহুরুল ইসলাম মৃধা (৪৫) ও মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বিভাগ গ্রামের মফিজ উদ্দিনের
২৫ মিনিট আগেরাজধানীর আফতাবনগর এলাকায় আবাসিক ভবনের দশতলা ছাদ থেকে পড়ে তাসকিয়া তানহা (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে স্বজনেরা মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎ
৪২ মিনিট আগে