Ajker Patrika

কৃষি জমির জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
কৃষি জমির জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমিল্লা সদর দক্ষিণে কৃষি জমিতে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের ষাটকলোনী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফাহিম (৮) বিজয়পুর ইউনিয়নের ষাটকলোনী গ্রামের সিএনজি চালক মনিরের ছেলে। বিল্লাল (৭) একই গ্রামের কৃষক রৌশন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ষাট কলোনী এলাকার জমি থেকে মাটি ব্যবসায়ীরা এলাকার মানুষদের ভয় দেখিয়ে ফসল ফলাতে বাধা দেন। এর বিনিময়ে তাদের জোর করে কিছু টাকা দিয়ে মাটি তুলে বিজয়পুরসহ আশপাশের এলাকার বিভিন্ন ব্রিকফিল্ডে মাটি বিক্রি করে। এই মাটি জমি থেকে মাটি নেওয়ার ফলে গর্তে বর্ষার পানি জমে জলাশয় হয়ে যায়। জলাশয়ে ডুবেই ফাহিম ও বিল্লালের মৃত্যু হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য যুবরাজ বলেন, ‘আমি মনে করি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায়ী যাঁরা এই ফসলি জমি কেটে জলাশয় বানিয়েছে। এদের প্রত্যেককে আইনের আওতায় আনা হোক।’

মহিলা ইউপি সদস্য নুরজাহান বেগম বলেন, মাটি ব্যবসায়ীরা মাটি নিয়ে লাভবান হয়েছে। অথচ তাঁদের কারণে দুটি শিশু অকালে ঝড়ে গেল। এই গর্তগুলো আবার পুনরায় মাটি দিয়ে ভরাট করা হোক।

বিজয়পুর ইউপি চেয়ারম্যান পারভেজ জানান, শিশু ২টি দুপুরের দিকে বাড়ির আঙিনায় খেলছিল। বাড়ির পাশের জমি থেকে কিছু অসাধু মাটি ব্যবসায়ী তাঁদের ব্রিকফিল্ডে মাটি নেওয়ায় ওই জমি গর্ত হয়ে যায়। কিছুদিন আগেও প্রশাসনিকভাবে বলা হয়েছিল এগুলো ভরাট করে দেওয়া হবে। কিন্তু ভরাট না হওয়াই এখানে পানি জমে যায়। এই জমি যদি ভরাট হলে এমন দুর্ঘটনা ঘটতো না।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারত-পাকিস্তানে যুদ্ধের প্রস্তুতি

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত