Ajker Patrika

বিদ্রোহী নেতারা প্রচারণায় অংশ নেওয়ায় ক্ষুব্ধ তৃণমূলের কর্মীরা

প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার)
বিদ্রোহী নেতারা প্রচারণায় অংশ নেওয়ায় ক্ষুব্ধ তৃণমূলের কর্মীরা

কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আলমগীর চৌধুরী। তিনি পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। এবার পৌর নির্বাচনে তাঁর পক্ষে নির্বাচনী মাঠে কাজ করছেন বিভিন্ন সময় জাতীয় সংসদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগের বিদ্রোহী নেতারা। এতে চরম ক্ষুব্ধ কক্সবাজারের আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীরা।

গত বুধবার সন্ধ্যায় পৌরশহরের ভরামুহুরী এলাকায় আলমগীর চৌধুরীর নির্বাচনী সভায় বক্তৃতা দেন এক সময়ের আওয়ামী লীগের বিদ্রোহী নেতারা। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতারা বলছেন, আগের বিদ্রোহী আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোয় নষ্ট হচ্ছে দলীয় শৃঙ্খলা।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, যারা একসময় নৌকার বিরোধিতা করেছে তাঁদের জন্য আওয়ামী লীগের দরজা চিরদিনের জন্য বন্ধ। বিভিন্ন সময় যারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে গোপন ও প্রকাশ্যে ভোট করেছেন দলে তাঁদের স্থান হবে না। দল তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত