চবি প্রতিনিধি
মিজানুর রহমান (২৭), তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ফিজিক্যাল অ্যাডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থী। একই শিক্ষাবর্ষের অন্য বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়েছেন দুই বছর আগে। কিন্তু স্পোর্টস সায়েন্সের শিক্ষার্থীদের শিক্ষাজীবন এখনো শেষ হয়নি।
মিজানুর রহমানদের মতো একই অবস্থা বিভাগের অন্য শিক্ষাবর্ষেরও। পরীক্ষা নিতে কর্তৃপক্ষকে বারবার বলেও কোনো সুরাহা পাননি তাঁরা। তাই সেশনজট থেকে মুক্তির জন্য আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জিরো পয়েন্ট সংলগ্ন ফটক আটকে বিক্ষোভ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা কাফনের কাপড় মাথায় বেঁধে জট থেকে মুক্তির দাবি জানান।
এতে প্রায় পাঁচ ঘণ্টা অনেকটা অচল হয়ে যায় পুরো বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে শহরগামী সাঁটল ট্রেনও আটকে দেয় শিক্ষার্থীরা। পরে সহ-উপাচার্যের আশ্বাসে বিকেল ৫টার দিকে ফটক খুলে দেওয়া হয়।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফিজিক্যাল অ্যাডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের কোনো ব্যাচ এখনো শিক্ষাজীবন শেষ করতে পারেনি। একটি ব্যাচ স্নাতক শেষ করলেও স্নাতকোত্তর এখনো শেষ হয়নি। বিভাগে স্থায়ী কোনো শিক্ষক নেই। আটটি ব্যাচের জন্য শ্রেণিকক্ষ আছে মাত্র দুইটি।
তাদের দাবি, বিভাগে শিক্ষক নিয়োগ করে তাদের জট নিরসনের স্থায়ী সমাধান করতে হবে। পাশাপাশি অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করে নিয়মিত পরীক্ষা নিতে হবে। ক্লাসরুম সংকট নিরসন করতে হবে।
মিজানুর রহমান নামে ওই শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৫-১৬ সেশন থেকে আমাদের ডিপার্টমেন্ট (বিভাগ) চালু হয়েছে। এখন পর্যন্ত কোনো শিক্ষক নেই, নির্দিষ্ট ভবন নেই। শিক্ষক সংকটের জন্য আমরা দীর্ঘ সেশনজটে আটকে আছি। আট বছরেও এখনো কোনো ব্যাচ বের হতে পারেনি।’
তিনি বলেন, ‘প্রতিটি সেশনে ২-৩ বছর করে জট। বাংলাদেশে এমন কোনো বিভাগ আছে কি-না যেখানে এত বছরেও শিক্ষক নিয়োগ দিতে পারে নাই। আমরা প্রশাসনের কাছে যতবারই গেছি, তারা শুধু আশ্বাসই দিয়েছে। কোনো স্থায়ী সমাধান পাইনি। আমাদের বেশির ভাগ ছাত্রের সার্টিফিকেটের বয়স আছে আর মাত্র দুই বছর।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস সায়েন্স বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবুল মনসুর আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষক পাইনি। গেস্ট টিচার তো–স্থায়ী টিচারের মতো কাজ করেন না। স্থায়ী শিক্ষক থাকলে বিভাগের সংকটগুলো কাটানো যেত। বিভাগ চালু হলেও স্থায়ী কোনো বিল্ডিং ছিল না। স্থায়ী ক্লাস রুমের বিষয়টা হুট করে বললেই আমরা বাস্তবায়ন করতে পারব না। বিষয়টা প্রক্রিয়াধীন আছে। আশা করি, অতি শিগগিরই সব সমস্যার সমাধান হবে।’
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বলেন, ‘উপাচার্য মহোদয় বলেছেন, আগামীকাল শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি যাবে। সেশনজট নিরসনে আমরা স্থায়ী শিক্ষক নিয়োগ দেব। এত দিন এই বিভাগের শিক্ষক নিয়োগ নীতিমালা চূড়ান্ত না হওয়ায় শিক্ষক নিয়োগ সম্পন্ন করা সম্ভব হয়নি। আমরা সবগুলো সমস্যা ধাপে ধাপে সমাধান করব। তাদের সমস্যাগুলো সমাধানে আমরা বিভাগের সভাপতি ও শিক্ষার্থীদের সঙ্গে বসে রোড ম্যাপ তৈরি করব।’
মিজানুর রহমান (২৭), তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ফিজিক্যাল অ্যাডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থী। একই শিক্ষাবর্ষের অন্য বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়েছেন দুই বছর আগে। কিন্তু স্পোর্টস সায়েন্সের শিক্ষার্থীদের শিক্ষাজীবন এখনো শেষ হয়নি।
মিজানুর রহমানদের মতো একই অবস্থা বিভাগের অন্য শিক্ষাবর্ষেরও। পরীক্ষা নিতে কর্তৃপক্ষকে বারবার বলেও কোনো সুরাহা পাননি তাঁরা। তাই সেশনজট থেকে মুক্তির জন্য আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জিরো পয়েন্ট সংলগ্ন ফটক আটকে বিক্ষোভ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা কাফনের কাপড় মাথায় বেঁধে জট থেকে মুক্তির দাবি জানান।
এতে প্রায় পাঁচ ঘণ্টা অনেকটা অচল হয়ে যায় পুরো বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে শহরগামী সাঁটল ট্রেনও আটকে দেয় শিক্ষার্থীরা। পরে সহ-উপাচার্যের আশ্বাসে বিকেল ৫টার দিকে ফটক খুলে দেওয়া হয়।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফিজিক্যাল অ্যাডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের কোনো ব্যাচ এখনো শিক্ষাজীবন শেষ করতে পারেনি। একটি ব্যাচ স্নাতক শেষ করলেও স্নাতকোত্তর এখনো শেষ হয়নি। বিভাগে স্থায়ী কোনো শিক্ষক নেই। আটটি ব্যাচের জন্য শ্রেণিকক্ষ আছে মাত্র দুইটি।
তাদের দাবি, বিভাগে শিক্ষক নিয়োগ করে তাদের জট নিরসনের স্থায়ী সমাধান করতে হবে। পাশাপাশি অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করে নিয়মিত পরীক্ষা নিতে হবে। ক্লাসরুম সংকট নিরসন করতে হবে।
মিজানুর রহমান নামে ওই শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৫-১৬ সেশন থেকে আমাদের ডিপার্টমেন্ট (বিভাগ) চালু হয়েছে। এখন পর্যন্ত কোনো শিক্ষক নেই, নির্দিষ্ট ভবন নেই। শিক্ষক সংকটের জন্য আমরা দীর্ঘ সেশনজটে আটকে আছি। আট বছরেও এখনো কোনো ব্যাচ বের হতে পারেনি।’
তিনি বলেন, ‘প্রতিটি সেশনে ২-৩ বছর করে জট। বাংলাদেশে এমন কোনো বিভাগ আছে কি-না যেখানে এত বছরেও শিক্ষক নিয়োগ দিতে পারে নাই। আমরা প্রশাসনের কাছে যতবারই গেছি, তারা শুধু আশ্বাসই দিয়েছে। কোনো স্থায়ী সমাধান পাইনি। আমাদের বেশির ভাগ ছাত্রের সার্টিফিকেটের বয়স আছে আর মাত্র দুই বছর।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস সায়েন্স বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবুল মনসুর আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষক পাইনি। গেস্ট টিচার তো–স্থায়ী টিচারের মতো কাজ করেন না। স্থায়ী শিক্ষক থাকলে বিভাগের সংকটগুলো কাটানো যেত। বিভাগ চালু হলেও স্থায়ী কোনো বিল্ডিং ছিল না। স্থায়ী ক্লাস রুমের বিষয়টা হুট করে বললেই আমরা বাস্তবায়ন করতে পারব না। বিষয়টা প্রক্রিয়াধীন আছে। আশা করি, অতি শিগগিরই সব সমস্যার সমাধান হবে।’
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বলেন, ‘উপাচার্য মহোদয় বলেছেন, আগামীকাল শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি যাবে। সেশনজট নিরসনে আমরা স্থায়ী শিক্ষক নিয়োগ দেব। এত দিন এই বিভাগের শিক্ষক নিয়োগ নীতিমালা চূড়ান্ত না হওয়ায় শিক্ষক নিয়োগ সম্পন্ন করা সম্ভব হয়নি। আমরা সবগুলো সমস্যা ধাপে ধাপে সমাধান করব। তাদের সমস্যাগুলো সমাধানে আমরা বিভাগের সভাপতি ও শিক্ষার্থীদের সঙ্গে বসে রোড ম্যাপ তৈরি করব।’
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৪ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
৪ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
৪ ঘণ্টা আগে