চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
বৈশাখের এই সময়ে ধান গোলায় থাকার কথা। কিন্তু শ্রমিকসংকটের কারণে চৌদ্দগ্রামে ইরি ধান এখনো মাঠে পড়ে রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা।
উপজেলা কৃষি বিভাগ জানায়, অর্ধেক ধান কাটা হয়ে গেছে। আর কৃষকেরা জানান, শ্রমিকের সংকটের কারণে ধান কাটা যাচ্ছে না।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি ইরি মৌসুমে উপজেলায় ১২ হাজার ২৫০ হেক্টর জমিতে ইরি আবাদ করা হয়েছে। এ বছর সময়মতো পানি ও সার পাওয়ার কারণে ফলনও ভালো হয়েছে।
স্থানীয় কৃষকেরা জানান, উপজেলায় বিশাল একটি অংশে উত্তরবঙ্গ শ্রমিকেরাই ফসলি জমিতে কাজ করে থাকেন। কিন্তু এবার হঠাৎ করে উত্তরবঙ্গের শ্রমিকদের সংকটের কারণে মাঠের ইরি ধান কাটা যাচ্ছে না। বৈরী আবহাওয়ার কারণে অনেক জায়গায় ধান মাঠে নুয়ে পড়ে যাচ্ছে। এ ব্যাপারে সরকার কোনো পদক্ষেপও নিচ্ছে না। কিছু কিছু জায়গায় শ্রমিক পেলেও তাদের মজুরি অনেক বেশি।
বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামের কৃষক রুহুল আমিন জানান, ৫৫ শতক জমিতে তিনি এবার ইরি চাষ করেছেন। ধানের শিষ আসার সময় বৈশাখীর বাতাস কিছুটা ক্ষতি করলেও সময়মতো পানি ও সার দেওয়ার কারণে ফলন ভালো হয়েছে। আগে এই এলাকায় (উত্তরবঙ্গে) অনেক শ্রমিক পাওয়া যেত। কিন্তু এবার শ্রমিক পাওয়া যাচ্ছে না। বিরূপ আবহাওয়ার কারণে আশঙ্কা প্রকাশ করছি, এবার সোনালি ফসল ঘরে তুলতে পারব না।
কাশিনগর ইউনিয়নের কৃষক আলী মিয়া বলেন, ‘আগে এ কাশিনগর বাজারে সকাল থেকে কৃষিশ্রমিকেরা লাইনে দাঁড়িয়ে থাকতেন। কিন্তু এবার তাঁদের পাওয়া যাচ্ছে না। জমিতে ধান পেকে নুয়ে পড়ে যাচ্ছে। শ্রমিকসংকটের কারণে কেটে তা গোলায় তুলতে পারছি না। এর মধ্যে শোনা যাচ্ছে, ঘূর্ণিঝড় আসতেছে। কী করব চিন্তা মাথায় কাজ করছে না।’
এ বিষয়ে আলকরার কৃষক আবদুল আলী বলেন, ‘অনেক টাকা খরচ করে ইরি ধান আবাদ করেছি। ধানগুলো পেকে মাঠে পড়ে রয়েছে। চড়া দামেও শ্রমিক পাচ্ছি না।’
শ্রমিক সেকান্তর বলেন, ‘আগে যাঁরা এখানে কাজ করতেন, তাঁরা নিজেদের এলাকায় মজুরি বেশি পাওয়ায় এখন আর এই এলাকায় আসছেন না। যার কারণে এখানে শ্রমিকের সংকট দেখা দিয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাসির উদ্দিন শ্রমিকসংকটের কথা স্বীকার করে জানান, শ্রমিকসংকটের মাঝেও প্রায় অর্ধেক ধান কাটা হয়ে গেছে। ধান কাটার জন্য সরকার করোনাকালীন হার্ভেস্টার মেশিন দিয়েছে। কিন্তু কৃষকদের অনভিজ্ঞতার কারণে তাঁরা এখন মেশিন দিয়ে ধান কাটতে অনীহা প্রকাশ করছেন। শ্রমিকের সংকট নিরসনের জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বৈশাখের এই সময়ে ধান গোলায় থাকার কথা। কিন্তু শ্রমিকসংকটের কারণে চৌদ্দগ্রামে ইরি ধান এখনো মাঠে পড়ে রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা।
উপজেলা কৃষি বিভাগ জানায়, অর্ধেক ধান কাটা হয়ে গেছে। আর কৃষকেরা জানান, শ্রমিকের সংকটের কারণে ধান কাটা যাচ্ছে না।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি ইরি মৌসুমে উপজেলায় ১২ হাজার ২৫০ হেক্টর জমিতে ইরি আবাদ করা হয়েছে। এ বছর সময়মতো পানি ও সার পাওয়ার কারণে ফলনও ভালো হয়েছে।
স্থানীয় কৃষকেরা জানান, উপজেলায় বিশাল একটি অংশে উত্তরবঙ্গ শ্রমিকেরাই ফসলি জমিতে কাজ করে থাকেন। কিন্তু এবার হঠাৎ করে উত্তরবঙ্গের শ্রমিকদের সংকটের কারণে মাঠের ইরি ধান কাটা যাচ্ছে না। বৈরী আবহাওয়ার কারণে অনেক জায়গায় ধান মাঠে নুয়ে পড়ে যাচ্ছে। এ ব্যাপারে সরকার কোনো পদক্ষেপও নিচ্ছে না। কিছু কিছু জায়গায় শ্রমিক পেলেও তাদের মজুরি অনেক বেশি।
বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামের কৃষক রুহুল আমিন জানান, ৫৫ শতক জমিতে তিনি এবার ইরি চাষ করেছেন। ধানের শিষ আসার সময় বৈশাখীর বাতাস কিছুটা ক্ষতি করলেও সময়মতো পানি ও সার দেওয়ার কারণে ফলন ভালো হয়েছে। আগে এই এলাকায় (উত্তরবঙ্গে) অনেক শ্রমিক পাওয়া যেত। কিন্তু এবার শ্রমিক পাওয়া যাচ্ছে না। বিরূপ আবহাওয়ার কারণে আশঙ্কা প্রকাশ করছি, এবার সোনালি ফসল ঘরে তুলতে পারব না।
কাশিনগর ইউনিয়নের কৃষক আলী মিয়া বলেন, ‘আগে এ কাশিনগর বাজারে সকাল থেকে কৃষিশ্রমিকেরা লাইনে দাঁড়িয়ে থাকতেন। কিন্তু এবার তাঁদের পাওয়া যাচ্ছে না। জমিতে ধান পেকে নুয়ে পড়ে যাচ্ছে। শ্রমিকসংকটের কারণে কেটে তা গোলায় তুলতে পারছি না। এর মধ্যে শোনা যাচ্ছে, ঘূর্ণিঝড় আসতেছে। কী করব চিন্তা মাথায় কাজ করছে না।’
এ বিষয়ে আলকরার কৃষক আবদুল আলী বলেন, ‘অনেক টাকা খরচ করে ইরি ধান আবাদ করেছি। ধানগুলো পেকে মাঠে পড়ে রয়েছে। চড়া দামেও শ্রমিক পাচ্ছি না।’
শ্রমিক সেকান্তর বলেন, ‘আগে যাঁরা এখানে কাজ করতেন, তাঁরা নিজেদের এলাকায় মজুরি বেশি পাওয়ায় এখন আর এই এলাকায় আসছেন না। যার কারণে এখানে শ্রমিকের সংকট দেখা দিয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাসির উদ্দিন শ্রমিকসংকটের কথা স্বীকার করে জানান, শ্রমিকসংকটের মাঝেও প্রায় অর্ধেক ধান কাটা হয়ে গেছে। ধান কাটার জন্য সরকার করোনাকালীন হার্ভেস্টার মেশিন দিয়েছে। কিন্তু কৃষকদের অনভিজ্ঞতার কারণে তাঁরা এখন মেশিন দিয়ে ধান কাটতে অনীহা প্রকাশ করছেন। শ্রমিকের সংকট নিরসনের জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
২ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গত এক বছরে বগুড়ায় একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও জেলা পুলিশের সদস্যরা কোথাও লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল বা রাবার বুলেট চালানোর মতো বলপ্রয়োগ করেনি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৩৭ লাখ জনসংখ্যার এই জেলায় নানা ধরনের অপরাধ সংঘটিত হলেও গত বছরের ৫ আগস্টের পর...
৪ ঘণ্টা আগেফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরেরা উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফোরামের সভাপতি জয়নুল আবেদীন।
৪ ঘণ্টা আগেঅ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটিরিনারি মেডিসিন উভয় ডিসিপ্লিনের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা এ
৫ ঘণ্টা আগে