Ajker Patrika

কুমিল্লায় ‘তারেকের বক্তব্য’ শোনার সময় যুবদলের ২২ জন আটক

 কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ২১: ৫৫
কুমিল্লায় ‘তারেকের বক্তব্য’ শোনার সময় যুবদলের ২২ জন আটক

কুমিল্লায় যুবদলের ইফতার মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় বাধা দেয় পুলিশ। এ সময় নেতা–কর্মীরা উত্তেজিত হয়ে হইহুল্লোড় শুরু করেন। এ সময় পুলিশ ২২ জনকে আটক করে। 

বিএনপির ১০ দফা দাবি বাস্তবায়ন, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় যুবদলের কুমিল্লা বিভাগীয় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

নগরীর টাউন হল থেকে পুলিশের হাতে আটকেরাআজ মঙ্গলবার বিকেলে নগরীর বীরচন্দ্রনগর মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ ভুলু। প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ বক্তা ছিলেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন। 

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক আমিনুর উর রশিদ ইয়াছিন, মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবুসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। 

নগরীর টাউন হলে থেকে পুলিশের হাতে আটকেরাকোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মেদ সঞ্জুর মোর্শেদ ২২ জন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। 

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া বলেন, ‘যুবদলের শান্তিপূর্ণ ইফতার মাহফিল টাউন হলের হলরুমে চলছিল। সেখান থেকে পুলিশ ২২ জনকে আটক করেছে। আরও আটক হতে পারে। ইফতারের কয়েক মিনিট বাকি থাকতে এমন আটকের ঘটনা আমার রাজনীতি জীবনে দেখিনি। এ ন্যক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত