Ajker Patrika

চকরিয়ায় গুলি করে কৃষক লীগের নেতাকে হত্যা

চকরিয়া প্রতিনিধি 
চকরিয়ায় গুলি করে কৃষক লীগের নেতাকে হত্যা

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ফাঁসিয়াখালীতে কৃষক লীগের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ওই ইউনিয়নের হাঁসেরদিঘি ঘোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত কৃষক লীগ নেতার নাম ছরওয়ার কামাল (৩৫)। তিনি ওই গ্রামের সৈয়দ নুর সিকদার ছেলে ও ফাঁসিয়াখালী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। 

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ মহি উদ্দিন বলেন, রোববার রাতে ছরওয়ার বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকা ৬-৭ জন লোক দরজা খোলার জন্য ডাকতে থাকতে। এই সময় ছরওয়ার প্রতিবেশী ছাদেককে মুঠোফোনে কল করেন। কিন্তু ছাদেক ফোনের ওপারে কোনো সাড়াশব্দ শুনতে না পেয়ে তাঁর বাড়ির ছাদে উঠে দেখতে পান ছরওয়ারের বাড়ির উঠানে একজন কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। একটু দূরে আরও তিনজন লোককে দাঁড়িয়ে থাকতে যায়। 

মহিউদ্দিন বলেন, তখন ছাদেক ভয়ে ঘরের ভেতরে ঢুকে আমাকে ফোন দেন। এরপর আমি কয়েকজন প্রতিবেশীকে সঙ্গে নিয়ে ছরওয়ারের বাড়িতে গিয়ে উঠানে তাঁর লাশ পড়ে থাকতে দেখি। গত রাতে ছরওয়ারের স্ত্রী বাড়িতে ছিলেন না। তিনি কোনাখালী এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। ওই দিন ছরওয়ার বাড়িতে একাই ছিলেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে ছরওয়ারকে গুলি করে হত্যা করা হয়েছে। তাঁর বুকে একটি গুলি চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত