চকরিয়া প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ফাঁসিয়াখালীতে কৃষক লীগের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ওই ইউনিয়নের হাঁসেরদিঘি ঘোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক লীগ নেতার নাম ছরওয়ার কামাল (৩৫)। তিনি ওই গ্রামের সৈয়দ নুর সিকদার ছেলে ও ফাঁসিয়াখালী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ মহি উদ্দিন বলেন, রোববার রাতে ছরওয়ার বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকা ৬-৭ জন লোক দরজা খোলার জন্য ডাকতে থাকতে। এই সময় ছরওয়ার প্রতিবেশী ছাদেককে মুঠোফোনে কল করেন। কিন্তু ছাদেক ফোনের ওপারে কোনো সাড়াশব্দ শুনতে না পেয়ে তাঁর বাড়ির ছাদে উঠে দেখতে পান ছরওয়ারের বাড়ির উঠানে একজন কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। একটু দূরে আরও তিনজন লোককে দাঁড়িয়ে থাকতে যায়।
মহিউদ্দিন বলেন, তখন ছাদেক ভয়ে ঘরের ভেতরে ঢুকে আমাকে ফোন দেন। এরপর আমি কয়েকজন প্রতিবেশীকে সঙ্গে নিয়ে ছরওয়ারের বাড়িতে গিয়ে উঠানে তাঁর লাশ পড়ে থাকতে দেখি। গত রাতে ছরওয়ারের স্ত্রী বাড়িতে ছিলেন না। তিনি কোনাখালী এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। ওই দিন ছরওয়ার বাড়িতে একাই ছিলেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে ছরওয়ারকে গুলি করে হত্যা করা হয়েছে। তাঁর বুকে একটি গুলি চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ফাঁসিয়াখালীতে কৃষক লীগের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ওই ইউনিয়নের হাঁসেরদিঘি ঘোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক লীগ নেতার নাম ছরওয়ার কামাল (৩৫)। তিনি ওই গ্রামের সৈয়দ নুর সিকদার ছেলে ও ফাঁসিয়াখালী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ মহি উদ্দিন বলেন, রোববার রাতে ছরওয়ার বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকা ৬-৭ জন লোক দরজা খোলার জন্য ডাকতে থাকতে। এই সময় ছরওয়ার প্রতিবেশী ছাদেককে মুঠোফোনে কল করেন। কিন্তু ছাদেক ফোনের ওপারে কোনো সাড়াশব্দ শুনতে না পেয়ে তাঁর বাড়ির ছাদে উঠে দেখতে পান ছরওয়ারের বাড়ির উঠানে একজন কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। একটু দূরে আরও তিনজন লোককে দাঁড়িয়ে থাকতে যায়।
মহিউদ্দিন বলেন, তখন ছাদেক ভয়ে ঘরের ভেতরে ঢুকে আমাকে ফোন দেন। এরপর আমি কয়েকজন প্রতিবেশীকে সঙ্গে নিয়ে ছরওয়ারের বাড়িতে গিয়ে উঠানে তাঁর লাশ পড়ে থাকতে দেখি। গত রাতে ছরওয়ারের স্ত্রী বাড়িতে ছিলেন না। তিনি কোনাখালী এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। ওই দিন ছরওয়ার বাড়িতে একাই ছিলেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে ছরওয়ারকে গুলি করে হত্যা করা হয়েছে। তাঁর বুকে একটি গুলি চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এফ এম শরীফুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি সাইবার ক্রাইম অভিযান চালিয়ে
১ ঘণ্টা আগেমৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক মো. আলফাজ উদ্দিন শেখ (৫৮) নিজ কার্যালয়ে অসুস্থ হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে নগরের সিঅ্যান্ডবি রোডে মৎস্য ভবনে তাঁর দপ্তরে বসে শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত শেবাচিম হাসপাতালে নেওয়া হয়।
১ ঘণ্টা আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান ওহিদ এবং ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. নাসিরুদ্দিন তালুকদারের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ আগামী ১ বছরের জন্য স্থগিত করা
২ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দর্শনায় দ্রুতগতির ইজিবাইকের ধাক্কায় মাছুরা খাতুন (৩০) নামের এক নারী মারা গেছেন। আজ সোমবার (১৮ আগস্ট) রাত ৯টার দিকে আহত অবস্থায় মাছুরা খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসার পরই তিনি মারা যান।
২ ঘণ্টা আগে