Ajker Patrika

রামুতে মাদক সেবনে বাধা দেওয়ায় ছোট ভাইয়ের হাতে যুবক খুন

কক্সবাজার প্রতিনিধি
রামুতে মাদক সেবনে বাধা দেওয়ায় ছোট ভাইয়ের হাতে যুবক খুন

কক্সবাজারের রামুতে মাদক সেবনে বাধা দেওয়ায় বাবুল হোসেন (৩০) নামের এক যুবককে তাঁর ছোট ভাই আলী হোসেন (২৪) কুপিয়ে হত্যা করেছেন। গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা খোন্দকার পাড়ায় এই ঘটনা ঘটে। তাঁরা দুজন ওই এলাকার নুরুল হকের ছেলে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান এই তথ্য জানিয়েছেন। নিহতের স্বজনদের বরাত তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাতে মাদক সেবনের পর মাতলামি করছিলেন আলী হোসেন। এ সময় স্টেশনে উপস্থিত বড় ভাই বাবুল হোসেন তাঁকে দেখতে পেয়ে বাড়ি চলে যেতে বলেন। এতে সে বড় ভাইয়ের ওপর ক্ষিপ্ত হয়ে বিরূপ আচরণ করে।

ওসি আরও বলেন, এরপর বাবুল একা বাড়ি ফিরছিলেন। পথে বড় ভাইকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে কোপ দেন আলী হোসেন। এ সময় তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে গেলে আলী হোসেন পালিয়ে যায়। স্থানীয়রা বাবুলকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবু তাহের দেওয়ান বলেন, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত যুবককে আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত