Ajker Patrika

উখিয়া সীমান্ত থেকে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি
উখিয়া সীমান্ত থেকে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস উদ্ধার 

কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে ৫ কোটি ২০ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার ভোরে ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে।

বিজিবির কক্সবাজার-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মো. মেহেদী হোসাইন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী সীমান্তের দক্ষিণ রহমতের বিল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি বুঝতে পেয়ে তিন-চারজন সন্দেহজনক লোক ছোট একটি বস্তা ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যান। পরে ফেলে যাওয়া বস্তাটি থেকে এক কেজি ৪০ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। মাদকের আনুমানিক মূল্য ৫ কোটি ২০ লাখ টাকা।

মেহেদী হোসাইন আরও বলেন, জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত