Ajker Patrika

দুর্নীতিবাজ ও আইন শৃঙ্খলা বিঘ্নকারীদের সঙ্গে সম্পর্ক রাখব না: নাসের চৌধুরী 

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
দুর্নীতিবাজ ও আইন শৃঙ্খলা বিঘ্নকারীদের সঙ্গে সম্পর্ক রাখব না: নাসের চৌধুরী 

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেছেন, ‘শিক্ষা, স্বাস্থ্য ও আইন শৃঙ্খলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন। দুর্নীতিবাজ, ঘুষখোর ও আইন শৃঙ্খলা বিঘ্নকারীদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না।’

আজ শনিবার সকালে চৌদ্দগ্রাম পৌরসভার সম্মেলন কক্ষে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ‘শিক্ষা ও স্বাস্থ্য রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি চৌদ্দগ্রামের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করব। স্বাস্থ্যসেবার জন্য ইতিমধ্যে চৌদ্দগ্রামে ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠিত করা হয়েছে। সরকারি হাসপাতালকেও আধুনিকায়ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমাদের চৌদ্দগ্রামেও অনেক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের মাননীয় সংসদ সদস্য মুজিবুল হকসহ রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা নিয়ে কাজ করে যাব।’

পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু এতে সভাপতিত্ব করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, আবদুল্লাহ আল হাসান, মেজর জেনারেল (অব.) হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম এ বাহার।

আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আকতার হোসেন পাটোয়ারী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, যুবলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমেদ খোকন, ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন মজুমদার, কাজী ফখরুল আলম ফরহাদ, মোশারেফ হোসেন, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি মো. আবদুল জলিল রিপন, সাধারণ সম্পাদক আবুল বাশার রানাসহ পৌরসভার কাউন্সিলর ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এর আগে, তিনি উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার গ্রহণ করেন, চৌদ্দগ্রাম ডায়াবেটিস হাসপাতাল পরিদর্শন করেন। পরে তিনি নিজ এলাকায় গরিব ও দুস্থদের মাঝ কম্বল বিতরণ করেন এবং তাঁর মা-বাবা ও শাহ সুফি আবদুর রহমানের মাজার জিয়ারত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত