Ajker Patrika

টেকনাফে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে গুলিতে নিহত ১

কক্সবাজার প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত আব্দুর রহমান ওরফে গুরা মিয়া (২২) একই এলাকার আব্দুস সালামের ছেলে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, মাদকপাচারসহ এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় হাবিবুল্লাহ গ্রুপ ও জাহেদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার রাতে স্থানীয় দেলোয়ারের দোকানের সামনে দুইপক্ষের লোকজনের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। পরে উভয়পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে আব্দুর রহমান গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাশের উখিয়া উপজেলার পালংখালীর এমএসএফ হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহতের ডান কানের নিচে, বুকের ডান পাশে এবং পিঠের বাম পাশে গভীর ক্ষতচিহ্ন রয়েছে বলে জানান ওসি।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, এলাকায় মাদক ও অস্ত্রপাচারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার পরপর জড়িতদর গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত