ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রথম মুসলমান নারী হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ। তাঁর জয়ে নিজ গ্রাম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পূর্ব-ফরহাদাবাদ গ্রামের লোকজন উচ্ছ্বাস প্রকাশ করছেন। আজ বুধবার এলাকায় খবর আসার সঙ্গে সঙ্গে উপজেলার সুধী সমাজসহ সর্বস্তরের লোকের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
ওই গ্রামের বাসিন্দা ফটিকছড়ি ডিগ্রি কলেজের অধ্যাপক মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, ‘আমাদের ফটিকছড়ির জন্য এটি ইতিহাস হয়ে থাকবে। এলাকার মেয়ে নিউইয়র্কে থেকে আমাদের জন্য যে সুনাম কুড়িয়েছেন তা অত্যন্ত আনন্দের। এ জন্য আমি আনন্দিত এবং গর্বিত। আমি শাহানার সফলতা কামনা করি।’
উপজেলার নাজিরহাট পৌরসভার মেয়র এস এম সিরাজ উদ-দৌলাহ বলেন, ‘আমাদের মেয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে প্রমাণ করেছে চেষ্টাই হচ্ছে সফলতার চাবিকাঠি। আমি আজ গৌরবান্বিত যে আমাদের পৌর এলাকার মেয়ে বিশ্বের কাছেও মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তিনি দেখিয়ে দিয়েছেন, বাঙালি ইচ্ছা করলে সব পারে। আমি তাঁর সাফল্য কামনা করছি।’
নাজিরহাট বাজারের ব্যবসায়ী শ্রী সম্ভু কুমার শীল বলেন, ‘শাহানা আমাদের জন্য গর্বের কারণ। এতে আমরা সবাই আনন্দিত। তাঁকে অভিনন্দন ও স্যালুট জানাই।’
পূর্ব-ফরহাদাবাদ গ্রামের সমাজসেবক মুহাম্মদ আলমগীর আলম বলেন, শাহানা যা করেছে আমাদের কলিজা ঠান্ডা করে দিয়েছে। সারা বিশ্বে এখন দেশের সুনাম ছড়িয়ে পড়েছে। ভবিষ্যতেও শাহানা এ ধারা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা তাঁরা।
এ ছাড়াও গ্রামরে দলমত-নির্বিশেষে সকলে শাহানাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
ফটিকছড়ি উপজেলার সন্তান এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা মোহাম্মদ হানিফ ও রেহেনা হাফিফের জ্যেষ্ঠ কন্যা শাহানা হানিফ। শাহানারা তিন বোন। উপজেলার পূর্ব-ফরহাদাবাদ গ্রামের মুনসুর গোমস্তার বাড়িতে তাঁর গ্রাম। প্রতি বছরের বিশেষ বিশেষ দিনে তিনি গ্রামের বাড়িতে আসেন।
নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রথম মুসলমান নারী হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ। তাঁর জয়ে নিজ গ্রাম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পূর্ব-ফরহাদাবাদ গ্রামের লোকজন উচ্ছ্বাস প্রকাশ করছেন। আজ বুধবার এলাকায় খবর আসার সঙ্গে সঙ্গে উপজেলার সুধী সমাজসহ সর্বস্তরের লোকের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
ওই গ্রামের বাসিন্দা ফটিকছড়ি ডিগ্রি কলেজের অধ্যাপক মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, ‘আমাদের ফটিকছড়ির জন্য এটি ইতিহাস হয়ে থাকবে। এলাকার মেয়ে নিউইয়র্কে থেকে আমাদের জন্য যে সুনাম কুড়িয়েছেন তা অত্যন্ত আনন্দের। এ জন্য আমি আনন্দিত এবং গর্বিত। আমি শাহানার সফলতা কামনা করি।’
উপজেলার নাজিরহাট পৌরসভার মেয়র এস এম সিরাজ উদ-দৌলাহ বলেন, ‘আমাদের মেয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে প্রমাণ করেছে চেষ্টাই হচ্ছে সফলতার চাবিকাঠি। আমি আজ গৌরবান্বিত যে আমাদের পৌর এলাকার মেয়ে বিশ্বের কাছেও মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তিনি দেখিয়ে দিয়েছেন, বাঙালি ইচ্ছা করলে সব পারে। আমি তাঁর সাফল্য কামনা করছি।’
নাজিরহাট বাজারের ব্যবসায়ী শ্রী সম্ভু কুমার শীল বলেন, ‘শাহানা আমাদের জন্য গর্বের কারণ। এতে আমরা সবাই আনন্দিত। তাঁকে অভিনন্দন ও স্যালুট জানাই।’
পূর্ব-ফরহাদাবাদ গ্রামের সমাজসেবক মুহাম্মদ আলমগীর আলম বলেন, শাহানা যা করেছে আমাদের কলিজা ঠান্ডা করে দিয়েছে। সারা বিশ্বে এখন দেশের সুনাম ছড়িয়ে পড়েছে। ভবিষ্যতেও শাহানা এ ধারা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা তাঁরা।
এ ছাড়াও গ্রামরে দলমত-নির্বিশেষে সকলে শাহানাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
ফটিকছড়ি উপজেলার সন্তান এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা মোহাম্মদ হানিফ ও রেহেনা হাফিফের জ্যেষ্ঠ কন্যা শাহানা হানিফ। শাহানারা তিন বোন। উপজেলার পূর্ব-ফরহাদাবাদ গ্রামের মুনসুর গোমস্তার বাড়িতে তাঁর গ্রাম। প্রতি বছরের বিশেষ বিশেষ দিনে তিনি গ্রামের বাড়িতে আসেন।
নালিতাবাড়ী দাওধারা কাটাবাড়ী পাহাড়ি এলাকায় বল্লমের আঘাতে অসুস্থ পড়ে ছিল এক বন্য হাতি। আজ বৃহস্পতিবার ওই বন্য হাতিকে চিকিৎসা দিয়েছে বন বিভাগ। এতে খুব দ্রুতই হাতিটি সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
১৪ মিনিট আগেসাতক্ষীরার তালায় আগুনে পুড়ে সানজিদা আক্তার তুলি (১৭) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঘোনা গ্রামে ওই ছাত্রীর নিজবাড়িতে তার গায়ে কেরোসিন দিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
২৭ মিনিট আগেরাজধানীর ডেমরার হাজীনগর এলাকায় গায়েহলুদের এক অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন সহদোর দুই ভাইসহ চারজন। ২৪ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে হাজীনগর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বুধবার থানায় মামলা করা হয়েছে।
৩০ মিনিট আগেউজিরপুরে মহাসড়কের পাশে বসে খাবার খাওয়ার সময় বাসচাপায় মানিক গাজী (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
১ ঘণ্টা আগে