Ajker Patrika

‘জানালা দিয়ে দেখি লিয়াকত মেজর সিনহাকে গুলি করেছে’

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৮: ৪০
‘জানালা দিয়ে দেখি লিয়াকত  মেজর সিনহাকে গুলি করেছে’

কক্সবাজারের টেকনাফের শামলাপুর বাজারের বায়তুন নূর জামে মসজিদের ইমাম হাফেজ শহীদুল ইসলাম অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনা দেখেছেন বলে আদালতে জবানবন্দি দিয়েছেন। গতকাল বুধবার কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে ষষ্ঠ সাক্ষী হিসেবে তাঁর জবানবন্দি ও জেরা সম্পন্ন হয়।

শহীদুল ইসলাম আদালতকে বলেন, মসজিদে নামাজ পড়ানো শেষে আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে দুটি গুলির শব্দ শুনতে পান। গুলির শব্দ শুনে জানালা দিয়ে দেখেন লিয়াকত মেজর সিনহাকে গুলি করেছেন। এ সময় অন্য পুলিশ সদস্যরা চারপাশ ঘেরাও করে আছে। এর কিছুক্ষণ পর একটি গাড়িতে করে ওসি প্রদীপ ঘটনাস্থলে আসেন এবং সিনহার বুকে লাথি মারেন। এ সময় ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ আসামি কাঠগড়ায় হাজির ছিলেন।

গতকাল এই সাক্ষ্য নিয়ে মামলায় দ্বিতীয় দফায় চার দিনের কার্যক্রম শেষ হলো। এর আগের দিন ওই মসজিদের মুয়াজ্জিন হাফেজ মোহাম্মদ আমিন আদালত সাক্ষ্য দেন। চার দিনে চারজন প্রত্যক্ষদর্শী এ মামলায় সাক্ষ্য দিলেন।

প্রথম দফায় গত ২৩ থেকে ২৫ আগস্ট মামলার বাদী সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস ও ঘটনার সময় সিনহার সঙ্গে থাকা সাহেদুল ইসলাম সিফাত সাক্ষ্য দেন। 
গতকাল সকাল ১০টায় আদালতের কার্যক্রম শুরু করে বেলা সোয়া ২টায় শেষ করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের পিপি ফরিদুল আলম জানান, সাক্ষী হাফেজ শহীদুল ইসলামের জবানবন্দি ও আসামিপক্ষের জেরা শেষে আগামী ২০ থেকে ২২ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ ঘোষণা করেন আদালত।

এ মামলায় মোট সাক্ষী ৮৩ জন। দুই দফায় ছয়জনের সাক্ষ্য ও জেরা শেষ করা হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী রানা দাশ গুপ্ত বলেন, মসজিদের ছাদ থেকে মেরিন ড্রাইভ সড়কের দূরত্ব অনেক। মাঝখানে অনেক গাছপালা আছে। এই দূরত্ব থেকে কোনো ঘটনা স্পষ্টভাবে দেখা সম্ভব নয়। মূলত অশুভ অপরাধী চক্রের প্ররোচনায় কিছু সাক্ষী মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন।

উল্লেখ্য, গত বছরের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। কক্সবাজার আদালতে এই মামলার বিচার চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত