Ajker Patrika

ভারত থেকে গমভর্তি জাহাজ এসেছে বন্দরে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২২ মে ২০২২, ১৯: ৫৯
ভারত থেকে গমভর্তি জাহাজ এসেছে বন্দরে

ভারত থেকে ৫২ হাজার ৫০০ টন সরকারি গম নিয়ে গতকাল শনিবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসেছে ‘এমভি ভি স্টার’ নামের জাহাজ। উদ্ভিদ সঙ্গনিরোধ সনদ, শুল্কায়নসহ আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে সোমবার থেকে এসব গম লাইটারিং করে (ছোট জাহাজে) পতেঙ্গায় সরকারি খাদ্য বিভাগের সাইলো গুদামে খালাস করা হতে পারে।

এর আগের সপ্তাহেও ৫২ হাজার ৫০০ টন গম নিয়ে এসেছিল আরেকটি জাহাজ ‘ইমানুয়েল সি’।

এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম চলাচল ও সংরক্ষণ উপনিয়ন্ত্রক সুনিল দত্ত। তিনি জানান, ইতিমধ্যে গমের নমুনা সংগ্রহ করা হয়েছে। যা মানসম্মত বলে জানা যায়। 

সুনিল দত্ত বলেন, ‘চলতি মে মাসে দুইটি সরকারি গমের জাহাজ এসেছে। দ্রুত এসব গম সারা দেশে খাদ্য বিভাগের গুদামে বিতরণের জন্য পৌঁছে দেওয়া হবে।’

সূত্র জানায়, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে গমের দাম ও চাহিদা বেড়ে যায়। ভারত গম রপ্তানি সীমিত করার ঘোষণা দিলে দেশের পাইকারি বাজারে গমের দাম বাড়ে। যার প্রভাব পড়ে আটা, ময়দার দামে। এর প্রভাবে ভোক্তা পর্যায়ে বেড়ে যায় পাউরুটি, বিস্কুট, পরোটাসহ বিভিন্ন খাদ্যপণ্যের। 

সূত্র জানায়, দেশে প্রতিবছর ৭৫ লাখ টন গমের চাহিদা রয়েছে। এর মধ্যে ১১ লাখ টন গম উৎপাদন হয় দেশে। বাকিটা আমদানি করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত