চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের চৌদ্দগ্রামের ইনচার্জ মো. ফয়েজ আহমেদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টায় ওই গ্রামের আবদুল আজিজের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাবাসী এগিয়ে এসে কাঁকড়ি নদী থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ১২টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত আবদুল আজিজ বলেন, হঠাৎ করে আমার ঘরে আগুন লাগে। আমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। কিন্তু আগুন দ্রুতগতিতে ছড়িয়ে পড়ায় আমার ঘরসহ ১২টি ঘর পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত হান্নান মিয়া বলেন, আমার ঘর থেকে কোনো কিছুই বের করতে পারি নাই। আমরা গরিব মানুষ, দিনমজুরি দিয়ে সংসার চালাতে হয়। আগুনে আমার সর্বস্ব পুড়ে গেছে। এখন আমি ও আমার পরিবারের সদস্যদের খোলা আকাশের নিচে বসবাস করতে হবে।
অপর ক্ষতিগ্রস্ত আবুল হাশেম বলেন, ফায়ার সার্ভিস আরও তাড়াতাড়ি আসলে হয়তো ক্ষয়ক্ষতি কিছুটা কম হতো। আমাদের এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে হবে।
ফায়ার সার্ভিসের চৌদ্দগ্রামের ইনচার্জ মো. ফয়েজ আহমেদ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
উজিরপুর ইউপি চেয়ারম্যান নায়িমুর রহমান মজুমদার মাসুম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে ১২টি ঘর পুড়ে গেছে। এখানে যারা বসবাস করেন তাঁরা সবাই হতদরিদ্র। সরকারিভাবে তাঁদের সহযোগিতা করা হবে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, আগুনের ১২টি ঘর পুড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের চৌদ্দগ্রামের ইনচার্জ মো. ফয়েজ আহমেদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টায় ওই গ্রামের আবদুল আজিজের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাবাসী এগিয়ে এসে কাঁকড়ি নদী থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ১২টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত আবদুল আজিজ বলেন, হঠাৎ করে আমার ঘরে আগুন লাগে। আমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। কিন্তু আগুন দ্রুতগতিতে ছড়িয়ে পড়ায় আমার ঘরসহ ১২টি ঘর পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত হান্নান মিয়া বলেন, আমার ঘর থেকে কোনো কিছুই বের করতে পারি নাই। আমরা গরিব মানুষ, দিনমজুরি দিয়ে সংসার চালাতে হয়। আগুনে আমার সর্বস্ব পুড়ে গেছে। এখন আমি ও আমার পরিবারের সদস্যদের খোলা আকাশের নিচে বসবাস করতে হবে।
অপর ক্ষতিগ্রস্ত আবুল হাশেম বলেন, ফায়ার সার্ভিস আরও তাড়াতাড়ি আসলে হয়তো ক্ষয়ক্ষতি কিছুটা কম হতো। আমাদের এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে হবে।
ফায়ার সার্ভিসের চৌদ্দগ্রামের ইনচার্জ মো. ফয়েজ আহমেদ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
উজিরপুর ইউপি চেয়ারম্যান নায়িমুর রহমান মজুমদার মাসুম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে ১২টি ঘর পুড়ে গেছে। এখানে যারা বসবাস করেন তাঁরা সবাই হতদরিদ্র। সরকারিভাবে তাঁদের সহযোগিতা করা হবে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, আগুনের ১২টি ঘর পুড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
২ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গত এক বছরে বগুড়ায় একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও জেলা পুলিশের সদস্যরা কোথাও লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল বা রাবার বুলেট চালানোর মতো বলপ্রয়োগ করেনি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৩৭ লাখ জনসংখ্যার এই জেলায় নানা ধরনের অপরাধ সংঘটিত হলেও গত বছরের ৫ আগস্টের পর...
৪ ঘণ্টা আগেফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরেরা উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফোরামের সভাপতি জয়নুল আবেদীন।
৪ ঘণ্টা আগেঅ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটিরিনারি মেডিসিন উভয় ডিসিপ্লিনের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা এ
৫ ঘণ্টা আগে