Ajker Patrika

ইজিবাইকে পুত্রসন্তানের জন্ম, ডিসেম্বরে জন্ম বলে নাম রাখা হলো বিজয়

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
ইজিবাইকে পুত্রসন্তানের জন্ম, ডিসেম্বরে জন্ম বলে নাম রাখা হলো বিজয়

প্রসব বেদনা নিয়ে ইজিবাইকে করে চাঁদপুরের মতলব দক্ষিণের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন এক অন্ত্বসত্তা। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই মতলব পৌরসভার সামনে তাঁর কোল জুড়ে আসে এক পুত্র সন্তান। বিজয়ের মাসে জন্ম নেওয়ায় ওই শিশুর নাম রাখা হয়েছে বিজয়। 

এই মায়ের চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি উপহার সামগ্রী নিয়ে হাজির হন মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন। ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ওই মায়ের নাম রুমা আক্তার (২৮)। তিনি মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আলিয়ারা গ্রামের কৃষক মনির হোসেনের স্ত্রী। 

খোঁজ নিয়ে জানা যায়, প্রসব শুরু হলে তাৎক্ষণিকভাবে গাড়িটি পর্দায় ঢেকে সঙ্গে থাকা এক নারী ওই নরমাল ডেলিভারি সম্পন্ন করেন। পরে পৌর মেয়রের সহযোগিতায় প্রসূতি মা ও শিশুকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পৌর মেয়রের পক্ষ থেকে নবজাতক শিশুর জন্য উপহার সামগ্রী (বেবীসেট, জামা কাপড় কম্বল) নিয়ে হাজির হন। 

নবজাতকের বাবা-মায়ের সম্মতিতে বিজয়ের মাসে শিশুটি জন্ম নেওয়ায় নাম রাখা হয়েছে বিজয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম কাওছার হিমেল বলেন, বিষয়টি আমি জেনেছি। মা ও নবজাতক উভয়ই সুস্থ ও ভালো আছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত