নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম: অপেক্ষার পালা ফুরাল। চট্টগ্রামে এসেছে পৌঁছেছে চীনা কোম্পানি সিনোফার্মের ৯১ হাজার ২০০ ডোজ টিকা। আগামীকাল শনিবার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কেন্দ্রে টিকা দেওয়া শুরু হবে। সংকটের কারণে গত মে মাসের শুরুতে সারা দেশের মতো চট্টগ্রামেও টিকা কার্যক্রম বন্ধ হয়ে যায়। ভারতের সেরাম ইনস্টিটিউট চুক্তি অনুযায়ী অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা না দেওয়ায় এই সংকট তৈরি হয়।
আজ শুক্রবার সকালে সিনোফার্মের টিকা চট্টগ্রামে পৌঁছায়। এসব টিকা গ্রহণ করেন চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি। এসব টিকা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কোল্ডস্টোরে সংরক্ষণ করা হয়েছে।
জানা গেছে, চট্টগ্রামের পাঁচ জেলার জন্য মোট ১ লাখ ১৪ হাজার ডোজ টিকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার জন্য ৯১ হাজার ২০০ ডোজ, কক্সবাজার জেলার জন্য ১০ হাজার ৮০০ ডোজ, রাঙামাটি জেলার জন্য ৪ হাজার ৮০০ ডোজ, খাগড়াছড়ি জেলার জন্য ৩ হাজার ৬০০ ডোজ এবং বান্দরবান জেলার জন্য ৩ হাজার ৬০০ ডোজ।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি আজকের পত্রিকাকে বলেন, ৯১ হাজার ২০০ ডোজ টিকা পেয়েছি। শনিবার থেকে চমেক কেন্দ্রে টিকা দেওয়া কার্যক্রম শুরু হবে। মেডিকেল শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন।
এর আগে দুই দফায় চট্টগ্রামে প্রায় ৮ লাখ টিকা এসেছিল। সেগুলো ছিল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা।
জানা গেছে, চট্টগ্রামে নিবন্ধন করে টিকার জন্য অপেক্ষায় আছেন ১ লাখ ১৫ হাজার মানুষ।
চট্টগ্রাম: অপেক্ষার পালা ফুরাল। চট্টগ্রামে এসেছে পৌঁছেছে চীনা কোম্পানি সিনোফার্মের ৯১ হাজার ২০০ ডোজ টিকা। আগামীকাল শনিবার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কেন্দ্রে টিকা দেওয়া শুরু হবে। সংকটের কারণে গত মে মাসের শুরুতে সারা দেশের মতো চট্টগ্রামেও টিকা কার্যক্রম বন্ধ হয়ে যায়। ভারতের সেরাম ইনস্টিটিউট চুক্তি অনুযায়ী অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা না দেওয়ায় এই সংকট তৈরি হয়।
আজ শুক্রবার সকালে সিনোফার্মের টিকা চট্টগ্রামে পৌঁছায়। এসব টিকা গ্রহণ করেন চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি। এসব টিকা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কোল্ডস্টোরে সংরক্ষণ করা হয়েছে।
জানা গেছে, চট্টগ্রামের পাঁচ জেলার জন্য মোট ১ লাখ ১৪ হাজার ডোজ টিকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার জন্য ৯১ হাজার ২০০ ডোজ, কক্সবাজার জেলার জন্য ১০ হাজার ৮০০ ডোজ, রাঙামাটি জেলার জন্য ৪ হাজার ৮০০ ডোজ, খাগড়াছড়ি জেলার জন্য ৩ হাজার ৬০০ ডোজ এবং বান্দরবান জেলার জন্য ৩ হাজার ৬০০ ডোজ।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি আজকের পত্রিকাকে বলেন, ৯১ হাজার ২০০ ডোজ টিকা পেয়েছি। শনিবার থেকে চমেক কেন্দ্রে টিকা দেওয়া কার্যক্রম শুরু হবে। মেডিকেল শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন।
এর আগে দুই দফায় চট্টগ্রামে প্রায় ৮ লাখ টিকা এসেছিল। সেগুলো ছিল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা।
জানা গেছে, চট্টগ্রামে নিবন্ধন করে টিকার জন্য অপেক্ষায় আছেন ১ লাখ ১৫ হাজার মানুষ।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৭ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১০ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৫ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে