Ajker Patrika

প্রেমিকার আত্মহত্যার খবরে প্রেমিকের আত্মহনন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২০: ১০
প্রেমিকার আত্মহত্যার খবরে প্রেমিকের আত্মহনন

কক্সবাজারের পেকুয়ায় প্রেমিকা রোজিনা বেগমের (২০) আত্মহত্যার খবরে প্রেমিক রিদুয়ানুল ইসলাম (২২) আত্মহনন করেছেন। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। 

প্রেমিকা রোজিনা বেগম উজানটিয়া ইউনিয়নের নতুন ঘোনা এলাকার বাসিন্দা নুরুল বশরের মেয়ে ও রিদুয়ানুল ইসলাম মগনামা ইউনিয়নের মটকাভাঙ্গা এলাকার মৃত সৈয়দ নুরের ছেলে। তাঁদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল।

এ বিষয়ে উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জেরে রোজিনা বেগম ইঁদুরমারার বিষ খান। পরে তাঁকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ খবর পেয়ে প্রেমিক রিদুয়ানুল ইসলামও বিষপান করেন। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত