Ajker Patrika

ইউএনওকে অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ধর্মঘট

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ২১ জুলাই ২০২২, ১২: ৩৮
ইউএনওকে অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ধর্মঘট

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবাইদা আক্তারকে অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ব্যবসায়ীদের ধর্মঘট। আজ বৃহস্পতিবার সকাল থেকে ওষুধের দোকান, কাঁচাবাজার, মাছ ও মাংসের দোকান ছাড়া সব দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এর আগে গতকাল বুধবার বাজারের সমস্ত দোকানপাট বন্ধ রাখাসহ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এ বিষয়ে ব্যবসায়ী সমিতির সভাপতি সুনীল দাশ বলেন, ইউএনও অপসারণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। 

উল্লেখ্য, গত ১৭ জুলাই গভীর রাতে ২৪ মাইল নামক এলাকায় একটি পাহাড় কাটা হয়। এরই সূত্র ধরে মহালছড়ি বাজারের আবদুর রশিদ নামের এক ব্যবসায়ী তাঁর দোকানের মাটি ভরাটের ওপর দায় চাপিয়ে ইউএনও জোবাইদা আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে অনাদায়ে সাত দিনের কারাদণ্ডের রায় দেওয়া হয়। 

এ ঘটনাকে কেন্দ্র করে যত্রতত্র জরিমানা ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে ইউএনওর অপসারণের দাবিতে মহালছড়ি বাজার ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত