Ajker Patrika

চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, ব্যবসায়ী নিহত 

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১১: ৩৭
চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, ব্যবসায়ী নিহত 

কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লাগলে মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবুল (৫২) নামের এক ব্যবসায়ী নিহত হন। গতকাল শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডলি রিসোর্টস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম লোকমান হোসাইন।

নিহত মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া বাতিসা ইউনিয়নের বসন্তপুর দক্ষিণপাড়ার মৃত আব্দুল লতিফের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে চৌদ্দগ্রাম বাজার থেকে মোটরসাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন দেলোয়ার হোসেন ভূঁইয়া। মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে চণ্ডীপুর এলাকায় ডলি রিসোর্টসের উত্তর পাশে পৌঁছালে সামনে থাকা একটি কাভার্ড ভ্যান হঠাৎ দাঁড়িয়ে যায়। তখন মোটরসাইকেলটি কাভার্ড ভ্যানের পেছনে জোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলচালক বাবুল ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে।

মিয়াবাজার হাইওয়ে থানার ওসি এস এম লোকমান হোসাইন বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক ও হেলপার পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত