চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে চক্রাকার বাস সার্ভিস চালুর দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিকেল পাঁচটায় উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। রাত সাড়ে ১০টা পর্যন্ত শিক্ষার্থীরা এখনো অবস্থান করছে বলে জানা গেছে।
ক্যাম্পাসের অভ্যন্তরে অন্তত ৬টি বাস চালু করার দাবি জানান শিক্ষার্থীরা। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষার্থী মাহমুদুল ইসলাম অয়ন বলেন, ‘আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানাভাবে তাঁদের অধিকার বঞ্চিত হচ্ছে। আবাসন অধিকার, খাদ্য অধিকার, পরিবহন অধিকার ইত্যাদি। সে জন্যই আমরা এবার ছয়টি চক্রাকার বাস চালুর দাবিতে অবস্থান নিয়েছি। বাস চালু করলে স্থানীয়দের দৌরাত্ম্য কমবে।’
ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আরেক আন্দোলনরত শিক্ষার্থী তাসফিয়া জাসারাত নোলক বলেন, ‘আমাদের আজকের আন্দোলনটা মূলত সাঁটল বাস চালুর দাবিতে। আমরা ক্যাম্পাসে সাঁটল বাস বিশ্ববিদ্যালয়ে চালু চাই। এখানে প্রশাসনের ভর্তুকি দিয়ে আমাদের চালাতে হবে না। আমরাই বরং প্রয়োজনীয় ভাড়া দিয়ে বাস সার্ভিস চালু রাখব। তবুও আমাদের বাস সার্ভিস চালু চাই।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তাঁদের দাবি শুনেছি। কবে ক্যাম্পাস বাস আবার চালু করতে হলে আমাদের আগে স্টাডি করতে হবে। ক্যাম্পাসের জীববৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশসহ বিভিন্ন বিষয় দেখতে হবে। সার্বিক বিষয় বিবেচনা করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।’
প্রসঙ্গত, ভাড়া নিয়ে তর্কাতর্কির জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিএনজি চালকেরা প্রতিনিয়ত মারধর করছেন। সর্বশেষ তর্কাতর্কির জেরে গত বৃহস্পতিবার অন্তত ২০ জন শিক্ষার্থীকে মারধর করেছে সিএনজি চালক ও স্থানীয়রা। এর গত সোমবার তিন শিক্ষার্থীকে মারধর করে তারা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে চক্রাকার বাস সার্ভিস চালুর দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিকেল পাঁচটায় উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। রাত সাড়ে ১০টা পর্যন্ত শিক্ষার্থীরা এখনো অবস্থান করছে বলে জানা গেছে।
ক্যাম্পাসের অভ্যন্তরে অন্তত ৬টি বাস চালু করার দাবি জানান শিক্ষার্থীরা। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষার্থী মাহমুদুল ইসলাম অয়ন বলেন, ‘আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানাভাবে তাঁদের অধিকার বঞ্চিত হচ্ছে। আবাসন অধিকার, খাদ্য অধিকার, পরিবহন অধিকার ইত্যাদি। সে জন্যই আমরা এবার ছয়টি চক্রাকার বাস চালুর দাবিতে অবস্থান নিয়েছি। বাস চালু করলে স্থানীয়দের দৌরাত্ম্য কমবে।’
ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আরেক আন্দোলনরত শিক্ষার্থী তাসফিয়া জাসারাত নোলক বলেন, ‘আমাদের আজকের আন্দোলনটা মূলত সাঁটল বাস চালুর দাবিতে। আমরা ক্যাম্পাসে সাঁটল বাস বিশ্ববিদ্যালয়ে চালু চাই। এখানে প্রশাসনের ভর্তুকি দিয়ে আমাদের চালাতে হবে না। আমরাই বরং প্রয়োজনীয় ভাড়া দিয়ে বাস সার্ভিস চালু রাখব। তবুও আমাদের বাস সার্ভিস চালু চাই।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তাঁদের দাবি শুনেছি। কবে ক্যাম্পাস বাস আবার চালু করতে হলে আমাদের আগে স্টাডি করতে হবে। ক্যাম্পাসের জীববৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশসহ বিভিন্ন বিষয় দেখতে হবে। সার্বিক বিষয় বিবেচনা করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।’
প্রসঙ্গত, ভাড়া নিয়ে তর্কাতর্কির জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিএনজি চালকেরা প্রতিনিয়ত মারধর করছেন। সর্বশেষ তর্কাতর্কির জেরে গত বৃহস্পতিবার অন্তত ২০ জন শিক্ষার্থীকে মারধর করেছে সিএনজি চালক ও স্থানীয়রা। এর গত সোমবার তিন শিক্ষার্থীকে মারধর করে তারা।
রাজধানীর রামপুরায় তেলের লরির ধাক্কায় নাজমুল ইসলাম (৪৬) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে রামপুরা ব্রিজের ওপরে ঘটনাটি ঘটে।
২৮ মিনিট আগেচট্টগ্রামের খুলশী থানা-পুলিশ অমি দাশ নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের দেওয়া ওয়্যারলেস বার্তা ফাঁস করার অভিযোগে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত অমি দাশ পুলিশ টেলিটক ইউনিটের কনস্টেবল।
১ ঘণ্টা আগেযশোরের শার্শায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টাকালে অভিযুক্ত যুবকের পুরুষাঙ্গ কেটে নিজেকে ধর্ষণের হাত থেকে রক্ষা করেছেন। সোমবার (১৮ আগস্ট) সকালে শার্শা থানা-পুলিশ অভিযুক্ত ধর্ষণচেষ্টাকারী মুবায়দুল রহমানকে (৩৫) গ্রেপ্তার করেছে। তিনি শার্শার পাড়ের কায়বা গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
২ ঘণ্টা আগেসিরাজগঞ্জের বেলকুচিতে অবৈধ বেশ কিছু প্রসেস মিলের দূষিত কেমিক্যাল বর্জ্য পানিতে মিশে মারা যাচ্ছে বিলের মাছ। গত কয়েক দিন ধরে উপজেলার সেন ভাঙ্গাবাড়ী গ্রামে বিলের পানিতে মাছগুলো ভেসে উঠতে থাকে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে উপজেলার সেন ভাঙ্গাবাড়ী গ্রামের মৎস্যচাষি আব্দুল আলীম সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তর
২ ঘণ্টা আগে