Ajker Patrika

চবিতে ক্যাম্পাস বাস চালুর দাবিতে উপাচার্যের বাসার সামনে শিক্ষার্থীদের অবস্থান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রতিনিধি 
চবিতে ক্যাম্পাস বাস চালুর দাবিতে উপাচার্যের বাসার সামনে শিক্ষার্থীদের অবস্থান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে চক্রাকার বাস সার্ভিস চালুর দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিকেল পাঁচটায় উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। রাত সাড়ে ১০টা পর্যন্ত শিক্ষার্থীরা এখনো অবস্থান করছে বলে জানা গেছে। 

ক্যাম্পাসের অভ্যন্তরে অন্তত ৬টি বাস চালু করার দাবি জানান শিক্ষার্থীরা। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। 

আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষার্থী মাহমুদুল ইসলাম অয়ন বলেন, ‘আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানাভাবে তাঁদের অধিকার বঞ্চিত হচ্ছে। আবাসন অধিকার, খাদ্য অধিকার, পরিবহন অধিকার ইত্যাদি। সে জন্যই আমরা এবার ছয়টি চক্রাকার বাস চালুর দাবিতে অবস্থান নিয়েছি। বাস চালু করলে স্থানীয়দের দৌরাত্ম্য কমবে।’ 

ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আরেক আন্দোলনরত শিক্ষার্থী তাসফিয়া জাসারাত নোলক বলেন, ‘আমাদের আজকের আন্দোলনটা মূলত সাঁটল বাস চালুর দাবিতে। আমরা ক্যাম্পাসে সাঁটল বাস বিশ্ববিদ্যালয়ে চালু চাই। এখানে প্রশাসনের ভর্তুকি দিয়ে আমাদের চালাতে হবে না। আমরাই বরং প্রয়োজনীয় ভাড়া দিয়ে বাস সার্ভিস চালু রাখব। তবুও আমাদের বাস সার্ভিস চালু চাই।’ 

ক্যাম্পাসে চক্রাকার বাস সার্ভিস চালুর দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন চবি শিক্ষার্থীরাজানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তাঁদের দাবি শুনেছি। কবে ক্যাম্পাস বাস আবার চালু করতে হলে আমাদের আগে স্টাডি করতে হবে। ক্যাম্পাসের জীববৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশসহ বিভিন্ন বিষয় দেখতে হবে। সার্বিক বিষয় বিবেচনা করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।’ 

প্রসঙ্গত, ভাড়া নিয়ে তর্কাতর্কির জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিএনজি চালকেরা প্রতিনিয়ত মারধর করছেন। সর্বশেষ তর্কাতর্কির জেরে গত বৃহস্পতিবার অন্তত ২০ জন শিক্ষার্থীকে মারধর করেছে সিএনজি চালক ও স্থানীয়রা। এর গত সোমবার তিন শিক্ষার্থীকে মারধর করে তারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত