Ajker Patrika

উদ্বোধনের অপেক্ষায় মরিচা কামরুল হাছান ভূঁইয়া কমিউনিটি ক্লিনিক

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 
আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১২: ২৬
উদ্বোধনের অপেক্ষায় মরিচা কামরুল হাছান ভূঁইয়া কমিউনিটি ক্লিনিক

কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের ১০ হাজার মানুষের পরম বন্ধু হিসেবে দাঁড়িয়েছে মরিচা কামরুল হাছান ভূঁইয়া কমিউনিটি ক্লিনিক। এই ক্লিনিক থেকে রাজামেহার ইউনিয়নের মরিচা, চুলাশ, বেতরা, সৈয়দপুর, উখারী গ্রামের মানুষ চিকিৎসাসেবা পাবে। ক্লিনিকটি এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

কিন্তু বিদ্যুতের সংযোগ ও দেড় হাজার ফুটের কাঁচা রাস্তা বাধা হয়ে দাঁড়িয়েছে। এই বাধাও অচিরেই দূর হচ্ছে। মাসিক উন্নয়ন সভায় বিদ্যুতের দ্রুত সংযোগ ও কাঁচা রাস্তাটি পাকাকরণের উদ্যোগের কথা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, স্বাস্থ্য ও প্রকৌশলী অধিদপ্তর (এইচইডি) বাস্তবায়নে প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে ৮ শতাংশ জমির ওপর এরই মধ্যে মরিচা কামরুল হাছান ভূঁইয়া কমিউনিটি ক্লিনিকের একতলা ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে। ক্লিনিকের চারপাশে রোপণ করা হয়েছে ফল ও ফুলের চারা। ক্লিনিকের সামনের অংশের দেয়ালে লাল-খয়েরি টাইলস ও মেঝেতে সাদা রঙের টাইলস বসানো হয়েছে। ক্লিনিকের ভেতরে ও বাইরে রয়েছে পর্যাপ্ত আলো ও বাতাসের ব্যবস্থা। শিগগির সরকারি বরাদ্দে বিশুদ্ধ পানির গভীর নলকূপ বসানোর কাজ শুরু হবে।

কমিউনিটি ক্লিনিকের জমিদাতা কামরুল হাছান ভূঁইয়া বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠী যাতে সহজে চিকিৎসাসেবা পায়, এ জন্য ক্লিনিক করা হয়েছে। দেবিদ্বার ও চান্দিনা উপজেলা অনেক দূর হওয়ায় মরিচা গ্রামের মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। ক্লিনিক উদ্বোধন হলে গ্রামের মানুষ প্রাথমিক চিকিৎসা পাবে। ক্লিনিকটির অনুমোদনসহ সার্বিক সহযোগিতা করেছেন দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।’

দেবিদ্বার পল্লী বিদ্যুৎ অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী দীপক কুমার সিংহ বলেন, কমিউনিটি ক্লিনিকের জমিদাতাকে প্রায় ১ লাখ ৫১ হাজার টাকার একটি ডিমান্ড নোট দেওয়া হয়েছে। ওই টাকা জমা হলে আমরা এক সপ্তাহের মধ্যে বিদ্যুতের সংযোগ দিয়ে দেব।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. এনামুল হক বলেন, ‘মরিচায় ক্লিনিকটি চালু হলে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ হাতের নাগালে প্রাথমিক স্বাস্থ্যসেবা পাবে। বিদ্যুতের সংযোগ ও কাঁচা রাস্তা পাকাকরণের চেষ্টা করা হচ্ছে। আশা করছি, খুব শিগগির এই সমস্যার সমাধান করা হবে।’

উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন, ‘ক্লিনিকের বিষয়টি উপজেলা মাসিক উন্নয়ন সভায় রেজুলেশনভুক্ত হয়েছে। খুব শিগগির বিদ্যুৎ ও রাস্তা পাকা করে ক্লিনিকটি চালু করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত