চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চকরিয়া উপজেলার ডুলাহাজারা স্টেশনে ঈদের বিশেষ ট্রেনের ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হয়েছে। সাময়িক ট্রেন চলাচল ব্যাহত হলেও বিকল্প পথে স্বাভাবিক হয়। আজ সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি।
ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ডুলাহাজারা রেলস্টেশনের মাস্টার মো. আব্দুল মান্নান চৌধুরী। তিনি বলেন, ‘চট্টগ্রাম থেকে ঈদের বিশেষ ট্রেনটি আজ সকাল সোয়া ১০টার দিকে ডুলাহাজারা স্টেশনে এসে থামে। এর কিছুক্ষণ পর কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাচ্ছিল ট্রেনটি। এ সময় ট্রেনটি লুপ লাইন থেকে মেইন লাইনে প্রবেশ করার সময় ইঞ্জিনের চাকা রেললাইন থেকে সরে যায়। এতে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। আমরা অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রেখেছি। ট্রেনে পাঁচ শর বেশি যাত্রী ছিল।’
স্টেশনমাস্টার আব্দুল মান্নান আরও বলেন, ‘বিশেষ ট্রেনের ইঞ্জিন, একটি কোচের আটটি চাকা ও আরেকটি কোচের চারটি চাকা লাইন থেকে সরে পড়ে। মূলত ট্রেনের গতি কম থাকায় ট্রেন ও লাইনের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। বেলা আড়াইটার দিকে উদ্ধারকারী যান এসে বগিগুলো উদ্ধারের কাজ শুরু করেছে। বিকল্প পথে বেলা ১টা ২০ মিনিটের দিকে অপর ট্রেন কক্সবাজার এক্সপ্রেস এই স্টেশন পার হয়ে যায়।’
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঈদের বিশেষ ট্রেনের যাত্রী জাহিদুল ইসলাম ও ফাহিম আকবর আজকের পত্রিকাকে বলেন, ‘বিশেষ কাজে দুই বন্ধু কক্সবাজার যাচ্ছিলাম। ডুলাহাজারা স্টেশনে এসে ট্রেন লাইনচ্যুত হওয়ায় গরমের মধ্যে বিপদে পড়ি। এখন বাধ্য হয়ে গাড়িতে কক্সবাজার চলে যাওয়ার চেষ্টা করছি।’
দুর্ঘটনার পর ঘটনাস্থলে পরিদর্শনে যান চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) এম এম রকীব উর রাজা। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রেনটি লাইন থেকে সরে পড়ে গেছে। এতে কোনো যাত্রী হতাহত হননি। যাত্রীদের নিরাপদে পৌঁছে দেওয়ার কাজ করছে পুলিশ।’
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চকরিয়া উপজেলার ডুলাহাজারা স্টেশনে ঈদের বিশেষ ট্রেনের ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হয়েছে। সাময়িক ট্রেন চলাচল ব্যাহত হলেও বিকল্প পথে স্বাভাবিক হয়। আজ সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি।
ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ডুলাহাজারা রেলস্টেশনের মাস্টার মো. আব্দুল মান্নান চৌধুরী। তিনি বলেন, ‘চট্টগ্রাম থেকে ঈদের বিশেষ ট্রেনটি আজ সকাল সোয়া ১০টার দিকে ডুলাহাজারা স্টেশনে এসে থামে। এর কিছুক্ষণ পর কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাচ্ছিল ট্রেনটি। এ সময় ট্রেনটি লুপ লাইন থেকে মেইন লাইনে প্রবেশ করার সময় ইঞ্জিনের চাকা রেললাইন থেকে সরে যায়। এতে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। আমরা অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রেখেছি। ট্রেনে পাঁচ শর বেশি যাত্রী ছিল।’
স্টেশনমাস্টার আব্দুল মান্নান আরও বলেন, ‘বিশেষ ট্রেনের ইঞ্জিন, একটি কোচের আটটি চাকা ও আরেকটি কোচের চারটি চাকা লাইন থেকে সরে পড়ে। মূলত ট্রেনের গতি কম থাকায় ট্রেন ও লাইনের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। বেলা আড়াইটার দিকে উদ্ধারকারী যান এসে বগিগুলো উদ্ধারের কাজ শুরু করেছে। বিকল্প পথে বেলা ১টা ২০ মিনিটের দিকে অপর ট্রেন কক্সবাজার এক্সপ্রেস এই স্টেশন পার হয়ে যায়।’
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঈদের বিশেষ ট্রেনের যাত্রী জাহিদুল ইসলাম ও ফাহিম আকবর আজকের পত্রিকাকে বলেন, ‘বিশেষ কাজে দুই বন্ধু কক্সবাজার যাচ্ছিলাম। ডুলাহাজারা স্টেশনে এসে ট্রেন লাইনচ্যুত হওয়ায় গরমের মধ্যে বিপদে পড়ি। এখন বাধ্য হয়ে গাড়িতে কক্সবাজার চলে যাওয়ার চেষ্টা করছি।’
দুর্ঘটনার পর ঘটনাস্থলে পরিদর্শনে যান চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) এম এম রকীব উর রাজা। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রেনটি লাইন থেকে সরে পড়ে গেছে। এতে কোনো যাত্রী হতাহত হননি। যাত্রীদের নিরাপদে পৌঁছে দেওয়ার কাজ করছে পুলিশ।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৮ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১০ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে