Ajker Patrika

পানি ছিটিয়ে বর্ষবরণ মারমা সম্প্রদায়ের

খাগড়াছড়ি প্রতিনিধি 
খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী পোশাক পরে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন মারমা সম্প্রদায়ের নানা বয়সের মানুষ। পরে মৈত্রী পানিবর্ষণ ও কনসার্ট হয়। ছবি: আজকের পত্রিকা
খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী পোশাক পরে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন মারমা সম্প্রদায়ের নানা বয়সের মানুষ। পরে মৈত্রী পানিবর্ষণ ও কনসার্ট হয়। ছবি: আজকের পত্রিকা

রং-বেরঙের ঐতিহ্যবাহী পোশাক আর নাচ-গানের মাধুর্যে মাতোয়ারা খাগড়াছড়ি। মারমা জনগোষ্ঠীর সবচেয়ে বড় সামাজিক উৎসব মাহা সাংগ্রাই উপলক্ষে উৎসবের প্রধান আকর্ষণ রি-আকাজা (মৈত্রী পানিবর্ষণ) অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়ার বাংলাদেশ মারমা উন্নয়ন সংসদের মাঠে মারমাদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা শেষে মৈত্রী পানিবর্ষণ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি ২০৩ পদাতিক রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসাস।

উদ্বোধনের পর উৎসবের প্রধান আকর্ষণ মৈত্রী পানিবর্ষণ শুরু হয়। একে অপরকে পানি ছিটিয়ে নতুন বছরকে স্বাগত জানান মারমা সম্প্রদায়ের নানা বয়সের মানুষেরা। সেই সঙ্গে ওপেন কনসার্টে তরুণ-তরুণীরা নেচে-গেয়ে মাতিয়ে রাখেন।

খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী পোশাক পরে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন মারমা সম্প্রদায়ের নানা বয়সের মানুষ। পরে মৈত্রী পানিবর্ষণ ও কনসার্ট হয়। ছবি: আজকের পত্রিকা
খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী পোশাক পরে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন মারমা সম্প্রদায়ের নানা বয়সের মানুষ। পরে মৈত্রী পানিবর্ষণ ও কনসার্ট হয়। ছবি: আজকের পত্রিকা

মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মংপ্রু চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম, ডিজিএফআই কমান্ডার কর্নেল আতিকুর রহমান, প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, মারমা উন্নয়ন সংসদের উপদেষ্টা চাইথোং মারমা, সাধারণ সম্পাদক মংনু মারমা, সাংগ্রাই উদ্‌যাপন কমিটির আহ্বায়ক উচিংমং মারমা, মারমা যুবকল্যাণ সংসদের সভাপতি উমংচি মারমা প্রমুখ।

খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী পোশাক পরে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন মারমা সম্প্রদায়ের নানা বয়সের মানুষ। পরে মৈত্রী পানিবর্ষণ ও কনসার্ট হয়। ছবি: আজকের পত্রিকা
খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী পোশাক পরে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন মারমা সম্প্রদায়ের নানা বয়সের মানুষ। পরে মৈত্রী পানিবর্ষণ ও কনসার্ট হয়। ছবি: আজকের পত্রিকা

মারমা যুবকল্যাণ সংসদের সভাপতি উমংচি মারমা জানান, পুরোনো বছরের শেষ দুই দিন আর নতুন বছরের প্রথম দিন—এই তিন দিন উৎসব পালন করা হয়। এই উৎসবের প্রধান আকর্ষণ রি-আকাজা (মৈত্রী পানিবর্ষণ)। শরীরের রোগব্যাধি–জরা–দুঃখ–কষ্ট মুছে গিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে এই রি-আকাজা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত