কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকায় যাওয়ার পথে এক নারীসহ ১১ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে বিমানবন্দরের কনকোর্স হল থেকে তাদের আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এপিবিএন জানিয়েছে, তাদের কাছ থেকে বাংলাদেশ বিমানের পাঁচটি, ইউএস বাংলা এয়ারলাইনসের দুটি, নভো এয়ারের দুটিসহ মোট নয়টি টিকিট এবং নগদ ৩ লাখ ১৮ হাজার টাকা এবং ফয়সাল নামের একজনের কাছ থেকে দুটি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র ও একটি আইএফআইসি ব্যাংকের ডেবিট কার্ড জব্দ করা হয়েছে।
আটক রোহিঙ্গারা হলেন—বালুখালী ১৭ নম্বর ক্যাম্পের মো. নুর, ২ নম্বর কুতুপালং ক্যাম্পের মো. আয়াজ, ২৬ নম্বর ক্যাম্পের আব্দুল হক, রবি আলম, ওসমান, আব্দুর শুক্কুর, মো. ফয়সাল ও রহিমা, ১৭ নম্বর ক্যাম্পের মো. নূর, রেজাউল করিম, ক্যাম্প ৮ ইস্ট এর মো. আজিজ। তাঁরা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা আশ্রয় শিবিরের বাসিন্দা।
বিমান বন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁরা কী কারণে ঢাকায় যাচ্ছিল তা অনুসন্ধান করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকায় যাওয়ার পথে এক নারীসহ ১১ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে বিমানবন্দরের কনকোর্স হল থেকে তাদের আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এপিবিএন জানিয়েছে, তাদের কাছ থেকে বাংলাদেশ বিমানের পাঁচটি, ইউএস বাংলা এয়ারলাইনসের দুটি, নভো এয়ারের দুটিসহ মোট নয়টি টিকিট এবং নগদ ৩ লাখ ১৮ হাজার টাকা এবং ফয়সাল নামের একজনের কাছ থেকে দুটি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র ও একটি আইএফআইসি ব্যাংকের ডেবিট কার্ড জব্দ করা হয়েছে।
আটক রোহিঙ্গারা হলেন—বালুখালী ১৭ নম্বর ক্যাম্পের মো. নুর, ২ নম্বর কুতুপালং ক্যাম্পের মো. আয়াজ, ২৬ নম্বর ক্যাম্পের আব্দুল হক, রবি আলম, ওসমান, আব্দুর শুক্কুর, মো. ফয়সাল ও রহিমা, ১৭ নম্বর ক্যাম্পের মো. নূর, রেজাউল করিম, ক্যাম্প ৮ ইস্ট এর মো. আজিজ। তাঁরা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা আশ্রয় শিবিরের বাসিন্দা।
বিমান বন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁরা কী কারণে ঢাকায় যাচ্ছিল তা অনুসন্ধান করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অপহৃত লামিম আহমেদ ফয়সাল (১১) পাবনা জামিয়া আশরাফিয়া মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্র। সে পাবনার ঈশ্বরদী উপজেলার চর গড়গরিয়া গ্রামের ফারুক সরদারের ছেলে। আর আটক অপহরণকারী পাবনা সদর উপজেলার আতাইকুলার থানার ধর্মগ্রামের আতিকুর রহমানের ছেলে সবুজ হোসেন (১৯)।
১১ মিনিট আগেরাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় জেলা শহরে কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্পের চলমান কাজের বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়ে নথিপত্র সংগ্রহ এবং পরে সরেজমিন পরিদর্শন করে দুদকের দলটি। দুদকের রাঙামাটি কার্যালয়ের উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে
১৪ মিনিট আগেসিরাজগঞ্জের সলঙ্গায় ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবু কাছির হাসান হীরা (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
১৭ মিনিট আগেসড়ক দুর্ঘটনায় আহত স্কুলছাত্র মারা গেছে। ৫ দিন পর গতকাল বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১৯ মিনিট আগে