Ajker Patrika

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ: আবাসিক হলে তল্লাশি, ৫ বহিরাগত আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০: ২৯
চবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ: আবাসিক হলে তল্লাশি, ৫ বহিরাগত আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর গতকাল শুক্রবার রাতে দুটি আবাসিক হলে তল্লাশি অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। এ সময় হল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার ও পাঁচজন বহিরাগতকে আটক করা হয়। 

গতকাল শুক্রবার রাত ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত শাহজালাল ও শাহ আমানত হলে এই অভিযান চালানো হয়। এ সময় প্রক্টরিয়াল বডির সঙ্গে হল প্রভোস্ট ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা পুলিশের সহযোগিতায় দুটি হলে তল্লাশি চালিয়েছি। সেখানে কয়েকটি কক্ষ থেকে হকিস্টিক, রামদা, লোহার রড, পাইপ, লাঠিসোঁটা, পাথর উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশ পাঁচজন বহিরাগতকে আটক করেছে। তাঁদের থানায় নেওয়া হয়েছে। আমরা এখনো তাঁদের পরিচয় নিশ্চিত হইনি।’ 

শাহজালাল হলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা অবস্থান করেন। অন্যদিকে শাহ আমানত হলে শাখা ছাত্রলীগের সহসভাপতি মির্জা খবীর সাদাফ খানের অনুসারী সিএফসি গ্রুপের একাংশের নেতা-কর্মীরা অবস্থান করেন। এই হল থেকে পাঁচ বহিরাগতকে আটক করা হয়। 

এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার শাখা ছাত্রলীগের উপগ্রুপ সিক্সটি নাইন ও সিএফসি গ্রুপের কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় উভয় গ্রুপের নেতা-কর্মীদের হাতে ধারালো অস্ত্র দেখা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত