Ajker Patrika

সীতাকুণ্ডে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগে মামলা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
সীতাকুণ্ডে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগে মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে নয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ রোকসানা আক্তারকে (২৩) হত্যার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে নিহত নারীর বাবা নুরুল আলম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামি করা হয় রোকসানার ভাসুর মোস্তফা ও তার জা স্বপ্না আক্তারকে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ উপজেলার বাঁশবাড়িয়া রহমতের পাড়া এলাকায় আনোয়ার হোসেন কিবরিয়ার বসত ঘর থেকে রোকসানা আক্তারের (২৩) মরদেহ উদ্ধার করে। এরপর এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি নিহতের মরদেহ উলট-পালট করে পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণকালে নিহতের মাথায় ৩টি ক্ষত চিহ্ন পরিলক্ষিত হয় এবং তা থেকে রক্ত ঝরতে দেখা যায়। গৃহবধূর মরদেহ খাটের উপড়ে পড়ে থাকার ধরন দেখে এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যা বলে নিশ্চিত হয় পুলিশ। 

সুরতহাল প্রতিবেদন শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। এরপর জিজ্ঞাসাবাদের জন্য রোকসানা আক্তারের স্বামী আনোয়ার হোসেন কিবরিয়া, তার ভাসুর গোলাম মোস্তফা ও ভাসুরে স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। 

ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদকালে মোস্তফা ও তার স্ত্রী স্বপ্নার কথায় ব্যাপক গরমিল পরিলক্ষিত হয়। জিজ্ঞাসাবাদে একপর্যায়ে তারা দুজনে হত্যাকাণ্ডের সত্যতা স্বীকার করেন। 

তোফায়েল আহমেদ আরও বলেন, এ ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছে। মামলায় মোস্তফা ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আর নিহতের স্বামী আনোয়ার হোসেন কিবরিয়াকে ছেড়ে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত