পরশুরাম (ফেনী) প্রতিনিধি
ফেনীর পরশুরামে বাজার করে বাড়িতে ফেরার পথে মো. জসিম উদ্দিন (৫৫) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়। কিন্তু এ ঘটনার দুই সপ্তাহ পেরোলেও পুলিশ কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি।
গত ১০ মার্চ রাতে বাজার করে বাড়িতে ফেরার পথে পরশুরাম-ছাগলনাইয়া সড়কের খন্ডল বিক্সসের দক্ষিণ পাশে মো. জসিম উদ্দিনকে রাস্তার ওপর এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। পরদিন এ ব্যাপারে নিহতের ছেলে একরাম হোসেন সোহেল পরশুরাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
নিহত জসিম উদ্দিন উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের পূর্ব সাতকুচিয়া গ্রামের মফিজুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওমানে চাকরি করে দেশে ফিরে বাড়িতে নিজের জমি চাষাবাদ করতেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১০ মার্চ রাত সাড়ে আটটার দিকে উপজেলার খন্ডল বাজার থেকে নিত্যপণ্যের বাজার করে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন জসিম। ফেরার পথে পরশুরাম-ছাগলনাইয়া সড়কের খন্ডল বিক্সসের সামনে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে জসিমের বাম হাতে ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপানো হয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে বুকের ভেতর ঢুকিয়ে গুরুতর জখম করে হত্যা করা হয় জসিমকে।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
পরশুরাম থানার সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন বলেন, ‘এখন পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি। রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ ছাড়াও র্যাব, ডিবিসহ একাধিক টিম মাঠে কাজ করছে।’
ফেনীর পরশুরামে বাজার করে বাড়িতে ফেরার পথে মো. জসিম উদ্দিন (৫৫) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়। কিন্তু এ ঘটনার দুই সপ্তাহ পেরোলেও পুলিশ কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি।
গত ১০ মার্চ রাতে বাজার করে বাড়িতে ফেরার পথে পরশুরাম-ছাগলনাইয়া সড়কের খন্ডল বিক্সসের দক্ষিণ পাশে মো. জসিম উদ্দিনকে রাস্তার ওপর এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। পরদিন এ ব্যাপারে নিহতের ছেলে একরাম হোসেন সোহেল পরশুরাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
নিহত জসিম উদ্দিন উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের পূর্ব সাতকুচিয়া গ্রামের মফিজুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওমানে চাকরি করে দেশে ফিরে বাড়িতে নিজের জমি চাষাবাদ করতেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১০ মার্চ রাত সাড়ে আটটার দিকে উপজেলার খন্ডল বাজার থেকে নিত্যপণ্যের বাজার করে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন জসিম। ফেরার পথে পরশুরাম-ছাগলনাইয়া সড়কের খন্ডল বিক্সসের সামনে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে জসিমের বাম হাতে ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপানো হয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে বুকের ভেতর ঢুকিয়ে গুরুতর জখম করে হত্যা করা হয় জসিমকে।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
পরশুরাম থানার সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন বলেন, ‘এখন পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি। রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ ছাড়াও র্যাব, ডিবিসহ একাধিক টিম মাঠে কাজ করছে।’
ময়মনসিংহে উচ্ছেদ অভিযানে সাহিত্য সংসদের মুক্তমঞ্চ ভেঙে ফেলার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা। গুঁড়িয়ে দেওয়া মঞ্চেও হলো সাপ্তাহিক আয়োজন বীক্ষণের ২১৪৭তম আসর। আয়োজনের শিরোনাম ছিল ‘ফুটেছে দুঃখের ফুল’।
২ মিনিট আগেসাবেক কৃষিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) শেখ মো. আল-আমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন।
৫ মিনিট আগেখাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
১৬ মিনিট আগেগাইবান্ধায় মসজিদের জায়গা বিক্রি করার কথা বলে নেওয়া ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কৃষক দল নেতা রুহুল আমিন ওরফে আল আমিন ও যুবলীগ নেতা মোমিন মিয়ার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার কলেজ রোড তিনগাছ তলাসংলগ্ন এলাকায় আল্-আকসা জামে মসজিদের সামনে গাইবান্ধ
১৮ মিনিট আগে