Ajker Patrika

পরশুরামের প্রবাসী হত্যার রহস্য দুই সপ্তাহ পরও উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
পরশুরামের প্রবাসী হত্যার রহস্য দুই সপ্তাহ পরও উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ

ফেনীর পরশুরামে বাজার করে বাড়িতে ফেরার পথে মো. জসিম উদ্দিন (৫৫) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়। কিন্তু এ ঘটনার দুই সপ্তাহ পেরোলেও পুলিশ কোনো রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি।

গত ১০ মার্চ রাতে বাজার করে বাড়িতে ফেরার পথে পরশুরাম-ছাগলনাইয়া সড়কের খন্ডল বিক্সসের দক্ষিণ পাশে মো. জসিম উদ্দিনকে রাস্তার ওপর এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। পরদিন এ ব্যাপারে নিহতের ছেলে একরাম হোসেন সোহেল পরশুরাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। 

নিহত জসিম উদ্দিন উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের পূর্ব সাতকুচিয়া গ্রামের মফিজুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওমানে চাকরি করে দেশে ফিরে বাড়িতে নিজের জমি চাষাবাদ করতেন। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১০ মার্চ রাত সাড়ে আটটার দিকে উপজেলার খন্ডল বাজার থেকে নিত্যপণ্যের বাজার করে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন জসিম। ফেরার পথে পরশুরাম-ছাগলনাইয়া সড়কের খন্ডল বিক্সসের সামনে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে জসিমের বাম হাতে ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপানো হয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে বুকের ভেতর ঢুকিয়ে গুরুতর জখম করে হত্যা করা হয় জসিমকে। 

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

পরশুরাম থানার সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন বলেন, ‘এখন পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি। রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ ছাড়াও র‍্যাব, ডিবিসহ একাধিক টিম মাঠে কাজ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত