চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আবাসিক হলের কক্ষ দখলে নেওয়াকে কেন্দ্র করে মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছে বলে জানা গেছে। এ সময় ৪–৫টি কক্ষও ভাঙচুর করা হয়।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে শহীদ আবদুর রব হলে শাখা ছাত্রলীগের ‘বাংলার মুখ’ ও ‘একাকার’ নামের দুটি গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। শাখা ছাত্রলীগের এই পক্ষ দুটি সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সূত্রে জানা যায়, শহীদ আবদুর রব হলের ১১৯ নম্বর কক্ষের দখল নিয়ে একাকার ও বাংলার মুখ পক্ষের মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব চলছিল। সর্বশেষ রাতে দুই পক্ষের কর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডা ও উত্তেজনা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
এ ঘটনায় আহত হয়ে অন্তত ১৪ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। রেজিস্ট্রি খাতায় তাদের নাম উল্লেখ রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষ। তবে ওই সময় দায়িত্বরত চিকিৎসক মোস্তফা কামাল হোসেনকে মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনি রিসিভ করেননি। একপর্যায়ে তিনি মোবাইল ফোনটি বন্ধ করে দেন।
বাংলার মুখ গ্রুপের গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সহসভাপতি আবু বকর তোহা আজকের পত্রিকাকে বলেন, ‘একাকার গ্রুপ বহিরাগত ছেলে এনে রব হলের গেস্টরুমে বৈঠক করছিল। আমাদের জুনিয়ররা তাদের ব্যাগে ইট পাটকেল আছে বলে সন্দেহ করে। এ সময় আমি এটা শুনে একাকারের নেতা মইনুলকে কল দিয়ে বৈঠক শেষে দেখা করতে বলি। কিন্তু সে বৈঠক শেষ করে দেখা না করে একা বের হয়ে যায়। এরপরই তার জুনিয়ররা আমাদের ১১৯ নম্বর কক্ষে তাণ্ডব চালায়। এ ছাড়া আরও ৪–৫টি কক্ষ ভাঙচুর করে। জুনিয়রদের দিকে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে আমরা তা প্রতিহত করি।’
এদিকে একাকার গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সহসভাপতি মইনুল ইসলাম রাসেল বলেন, ‘১১৯ নম্বর কক্ষ আমাদের। কিন্তু তারা (বাংলার মুখ গ্রুপ) দাবি করে সেটাতে তারা সিট পাবে। কিন্তু কিছু দেখাতে পারেন না। এটা নিয়ে আগে থেকে ঝামেলা ছিল। গতকাল আমাদের মিটিং ছিল, মিটিং শেষ করে আমরা চলে আসছি। পরে বাংলার মুখ গ্রুপের কর্মীরা আমাদের কর্মীদের উসকানিমূলক কথা বলে। সেটা থেকে কথাকাটাকাটি এবং একপর্যায়ে মারামারি হয়। পরে প্রক্টরিয়াল বডির সঙ্গে আমাদের বৈঠক হয়। এ বিষয়ে শনিবার সুরাহা হবে। আমাদের কর্মীদের বলেছি আর কোনো ঝামেলাতে না জড়াতে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শহীদ আবদুর রব হলের প্রভোস্ট ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্যেরা পুলিশসহ সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় ৩-৪ জন আহত হয়েছে বলে শুনেছি। আমরা একটা তদন্ত কমিটি করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
আবাসিক হলের কক্ষ দখলে নেওয়াকে কেন্দ্র করে মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছে বলে জানা গেছে। এ সময় ৪–৫টি কক্ষও ভাঙচুর করা হয়।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে শহীদ আবদুর রব হলে শাখা ছাত্রলীগের ‘বাংলার মুখ’ ও ‘একাকার’ নামের দুটি গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। শাখা ছাত্রলীগের এই পক্ষ দুটি সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সূত্রে জানা যায়, শহীদ আবদুর রব হলের ১১৯ নম্বর কক্ষের দখল নিয়ে একাকার ও বাংলার মুখ পক্ষের মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব চলছিল। সর্বশেষ রাতে দুই পক্ষের কর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডা ও উত্তেজনা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
এ ঘটনায় আহত হয়ে অন্তত ১৪ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। রেজিস্ট্রি খাতায় তাদের নাম উল্লেখ রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষ। তবে ওই সময় দায়িত্বরত চিকিৎসক মোস্তফা কামাল হোসেনকে মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনি রিসিভ করেননি। একপর্যায়ে তিনি মোবাইল ফোনটি বন্ধ করে দেন।
বাংলার মুখ গ্রুপের গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সহসভাপতি আবু বকর তোহা আজকের পত্রিকাকে বলেন, ‘একাকার গ্রুপ বহিরাগত ছেলে এনে রব হলের গেস্টরুমে বৈঠক করছিল। আমাদের জুনিয়ররা তাদের ব্যাগে ইট পাটকেল আছে বলে সন্দেহ করে। এ সময় আমি এটা শুনে একাকারের নেতা মইনুলকে কল দিয়ে বৈঠক শেষে দেখা করতে বলি। কিন্তু সে বৈঠক শেষ করে দেখা না করে একা বের হয়ে যায়। এরপরই তার জুনিয়ররা আমাদের ১১৯ নম্বর কক্ষে তাণ্ডব চালায়। এ ছাড়া আরও ৪–৫টি কক্ষ ভাঙচুর করে। জুনিয়রদের দিকে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে আমরা তা প্রতিহত করি।’
এদিকে একাকার গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সহসভাপতি মইনুল ইসলাম রাসেল বলেন, ‘১১৯ নম্বর কক্ষ আমাদের। কিন্তু তারা (বাংলার মুখ গ্রুপ) দাবি করে সেটাতে তারা সিট পাবে। কিন্তু কিছু দেখাতে পারেন না। এটা নিয়ে আগে থেকে ঝামেলা ছিল। গতকাল আমাদের মিটিং ছিল, মিটিং শেষ করে আমরা চলে আসছি। পরে বাংলার মুখ গ্রুপের কর্মীরা আমাদের কর্মীদের উসকানিমূলক কথা বলে। সেটা থেকে কথাকাটাকাটি এবং একপর্যায়ে মারামারি হয়। পরে প্রক্টরিয়াল বডির সঙ্গে আমাদের বৈঠক হয়। এ বিষয়ে শনিবার সুরাহা হবে। আমাদের কর্মীদের বলেছি আর কোনো ঝামেলাতে না জড়াতে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শহীদ আবদুর রব হলের প্রভোস্ট ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্যেরা পুলিশসহ সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় ৩-৪ জন আহত হয়েছে বলে শুনেছি। আমরা একটা তদন্ত কমিটি করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
‘জুলাই ৩৬: মুক্তির উৎসবে’ অংশ না নেওয়ায় ব্যান্ড আর্টসেলের বিরুদ্ধে সাড়ে ১৪ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে ১২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রাক্তন সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। আজ রোববার নিজের ফেসবুক পোস্টে তিনি এই দাবি করেন।
৬ মিনিট আগেবিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার সূত্র জানায়, ২০১১ সাল থেকে শিক্ষক-কর্মকর্তাদের জিপিএফের ১০ শতাংশ কর্তনের তহবিল থেকে রূপালী ব্যাংকের মাধ্যমে মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয়ের জন্য ঋণ চালু করা হয়। নিয়ম অনুযায়ী কিস্তি পরিশোধ হলেও দীর্ঘদিন ধরে দায়িত্বে থাকা কিছু কর্মকর্তা তা ব্যাংকে জমা দেননি। অভ্যন্তরীণ অডিটে
১১ মিনিট আগেরাজধানীর মহাখালীতে ‘ইউরেকা এন্টারপ্রাইজ’ নামের একটি সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
১৫ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় ডোবার পানিতে ডুবে তিন শিশু মারা গেছে। আজ রোববার (১৭ জুন) সকালে ও বিকেলে পৃথক দুটি ঘটনায় তারা মারা যায়। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার চরমোহনপুর-চকপাড়ার একটি ডোবার পানিতে প্রাণ যায় চাচাতো দুই ভাইয়ের।
১৭ মিনিট আগে