Ajker Patrika

চট্টগ্রামে ৪ দফা দাবি আদায়ে মাঠে নেমেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা

প্রতিনিধি, চট্টগ্রাম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৭: ১৫
চট্টগ্রামে ৪ দফা দাবি আদায়ে মাঠে নেমেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা

চার দফা দাবি আদায়ে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। আজ বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন সরকারি, বেসরকারি অফিসে কর্মরত কয়েকশ ইঞ্জিনিয়ার।

এ সময় আইডিইবি'র কেন্দ্রীয় সহসভাপতি প্রকৌশলী জাফর আহমেদ সাদেক, চট্টগ্রাম জেলার সভাপতি প্রকৌশলী মো. নেছার উদ্দিন, চট্টগ্রাম জেলার আহ্বায়ক অধ্যক্ষ প্রকৌশলী মো. নুরুল কবির ও সদস্যসচিব প্রকৌশলী মোহাম্মদ আলাউদ্দীন চৌধুরীসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, চলমান চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে তিন বছর মেয়াদি কোর্সে রূপান্তরের চেষ্টা অযৌক্তিক। উল্টো এই কোর্সকে আরও বিশেষায়িত ও আধুনিকায়ন করা প্রয়োজন। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি)-২০২০ ও ঢাকা মহানগর ইমরাত নির্মাণ বিধিমালা-২০০৮ সংশোধন করে গেজেট আকারে প্রকাশ করতে হবে। এছাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরিতে ইনক্রিমেন্ট প্রদান, পদোন্নতির কোটা ৫০ শতাংশে উন্নীত করা, জনবল নিয়োগে ডিগ্রি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অনুপাত ১: ৫ রেখে অর্গানোগ্রাম প্রণয়ন করার দাবিও জানান তাঁরা।

দেশের পলিটেকনিক ইনস্টিটিউট ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষক স্বল্পতা, ল্যাব, ওয়ার্কশপ সংকট দূর করার দাবি জানান বক্তারা। দাবি না মানলে অবিলম্বে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দেওয়া হয়।

সমাবেশ শেষে চট্টগ্রামের জেলা প্রশাসকের মাধ্যমে জনপ্রশাসন, অর্থ, গণপূর্ত ও শিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত