নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সারা দেশের ন্যায় চট্টগ্রামেও আজ সোমবার আজকের পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের সূচনা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
শুভেচ্ছা জানাতে এসে অতিথিরা বলেন, এক বছরেই পাঠকের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে আজকের পত্রিকা। একদিন এই পত্রিকা সারা দেশের মানুষের মুখপাত্র হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আজকের পত্রিকা মাত্র এক বছর অতিক্রম করেছে। এই এক বছরের সময়কে পত্রিকার শৈশবকালই বলা যায়। তবে একটা কথা আছে-মর্নিং শোজ দ্য ডে। সেটি হিসেব করলে আজকের পত্রিকা প্রথম বছরে দারুণ করেছে। এখন বাংলাদেশে অনেক পত্রিকা, সেগুলোর মধ্যে জনগণের মাঝে স্থান করে নিয়েছে আজকের পত্রিকা।’
মেয়র আরও বলেন, ‘পত্রিকা টিকে থাকে সৃজনশীল লেখনীর ওপর ভর করে। বাস্তবনিষ্ঠ খবরাখবর যদি না থাকে তাহলে সেটি টিকে থাকবে না। প্রথম থেকেই আজকের পত্রিকা ভালোভাবেই শুরু করেছে। আমি আশাবাদী বস্তুনিষ্ঠতা, সৃজনশীলতার মধ্য দিয়ে পত্রিকাটি একদিন বাংলাদেশের মানুষের মুখপাত্র হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘করোনার দুঃসময়ে আজকের পত্রিকা অনেক বড় বড় চ্যালেঞ্জ নিয়ে বাজারে এসেছিল। এখন অনলাইন মিডিয়ার যুগ। প্রতিটি মুহূর্তেই পাঠকেরা সংবাদ অনলাইনের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। এরপরও পরদিন সেটি পাঠককে নতুন আঙ্গিকে পড়ানোর চ্যালেঞ্জটা বড়। সেই নতুন চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু করেছিল আজকের পত্রিকা। এক বছর যদিও একটা পত্রিকার জন্য খুব বেশি সময় নয়। কিন্তু এর মধ্যেই পত্রিকাটি পাঠকের কাছে গ্রহণযোগ্যতার দিক দিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে। আমি বলব এটা অসাধ্যসাধন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের পত্রিকা একদিন সবার কথা বলবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সহসভাপতি সালাউদ্দিন মো. রেজা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোশতাক আহমেদ, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার, চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সবুর শুভ, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ওমরগণি এমইএস কলেজ ছাত্রসংসদের জিএস আরশেদুল আলম বাচ্চু, নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত, বিজনেস পোস্টের ব্যুরো প্রধান সালেহ নোমান, বিজনেস স্ট্যান্ডার্ডের ব্যুরো প্রধান শামসুদ্দিন ইলিয়াস, বণিক বার্তার ব্যুরো প্রধান রাশেদ এইচ চৌধুরী, পরিবেশবিদ ইমতিয়াজ আহমেদ প্রমুখ।
ফুল দিয়ে শুভেচ্ছা জানান পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আলী হোসেন, নগর ট্রাফিক পুলিশের উপকমিশনার (উত্তর) জয়নুল আবেদীন, জিপিএইচ ইস্পাত লিমিটেডের মিডিয়া উপদেষ্টা অভীক ওসমান, এসএ গ্রুপের সহকারী ব্যবস্থাপক (ব্র্যান্ড) মইন উদ্দিন। এ ছাড়া নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি, বারবিডার সদস্য খোরশেদ আলম, সিভয়েস ২৪ ডটকমের হেড অব নিউজ আলম দিদার, নগর যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম শুভেচ্ছা জানান।
পাশাপাশি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরাও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সারা দেশের ন্যায় চট্টগ্রামেও আজ সোমবার আজকের পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের সূচনা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
শুভেচ্ছা জানাতে এসে অতিথিরা বলেন, এক বছরেই পাঠকের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে আজকের পত্রিকা। একদিন এই পত্রিকা সারা দেশের মানুষের মুখপাত্র হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আজকের পত্রিকা মাত্র এক বছর অতিক্রম করেছে। এই এক বছরের সময়কে পত্রিকার শৈশবকালই বলা যায়। তবে একটা কথা আছে-মর্নিং শোজ দ্য ডে। সেটি হিসেব করলে আজকের পত্রিকা প্রথম বছরে দারুণ করেছে। এখন বাংলাদেশে অনেক পত্রিকা, সেগুলোর মধ্যে জনগণের মাঝে স্থান করে নিয়েছে আজকের পত্রিকা।’
মেয়র আরও বলেন, ‘পত্রিকা টিকে থাকে সৃজনশীল লেখনীর ওপর ভর করে। বাস্তবনিষ্ঠ খবরাখবর যদি না থাকে তাহলে সেটি টিকে থাকবে না। প্রথম থেকেই আজকের পত্রিকা ভালোভাবেই শুরু করেছে। আমি আশাবাদী বস্তুনিষ্ঠতা, সৃজনশীলতার মধ্য দিয়ে পত্রিকাটি একদিন বাংলাদেশের মানুষের মুখপাত্র হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘করোনার দুঃসময়ে আজকের পত্রিকা অনেক বড় বড় চ্যালেঞ্জ নিয়ে বাজারে এসেছিল। এখন অনলাইন মিডিয়ার যুগ। প্রতিটি মুহূর্তেই পাঠকেরা সংবাদ অনলাইনের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। এরপরও পরদিন সেটি পাঠককে নতুন আঙ্গিকে পড়ানোর চ্যালেঞ্জটা বড়। সেই নতুন চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু করেছিল আজকের পত্রিকা। এক বছর যদিও একটা পত্রিকার জন্য খুব বেশি সময় নয়। কিন্তু এর মধ্যেই পত্রিকাটি পাঠকের কাছে গ্রহণযোগ্যতার দিক দিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে। আমি বলব এটা অসাধ্যসাধন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের পত্রিকা একদিন সবার কথা বলবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সহসভাপতি সালাউদ্দিন মো. রেজা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোশতাক আহমেদ, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার, চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সবুর শুভ, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ওমরগণি এমইএস কলেজ ছাত্রসংসদের জিএস আরশেদুল আলম বাচ্চু, নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত, বিজনেস পোস্টের ব্যুরো প্রধান সালেহ নোমান, বিজনেস স্ট্যান্ডার্ডের ব্যুরো প্রধান শামসুদ্দিন ইলিয়াস, বণিক বার্তার ব্যুরো প্রধান রাশেদ এইচ চৌধুরী, পরিবেশবিদ ইমতিয়াজ আহমেদ প্রমুখ।
ফুল দিয়ে শুভেচ্ছা জানান পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আলী হোসেন, নগর ট্রাফিক পুলিশের উপকমিশনার (উত্তর) জয়নুল আবেদীন, জিপিএইচ ইস্পাত লিমিটেডের মিডিয়া উপদেষ্টা অভীক ওসমান, এসএ গ্রুপের সহকারী ব্যবস্থাপক (ব্র্যান্ড) মইন উদ্দিন। এ ছাড়া নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি, বারবিডার সদস্য খোরশেদ আলম, সিভয়েস ২৪ ডটকমের হেড অব নিউজ আলম দিদার, নগর যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম শুভেচ্ছা জানান।
পাশাপাশি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরাও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৫ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৫ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৮ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৮ ঘণ্টা আগে