Ajker Patrika

চৌদ্দগ্রামে ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ৫০
চৌদ্দগ্রামে ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত (২৬) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার চিওড়া এলাকার কাবাব এক্সপ্রেসের সামনের ডোবা থেকে লাশ উদ্ধারের ঘটনা ঘটে।

লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা। তিনি বলেন, ‘আজ সকালে স্থানীয় লোকজন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়ার কাবাব এক্সপ্রেসের সামনের ডোবায় একটি লাশ ভাসতে দেখে আমাদের খবর দেন। ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি।’

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘গত বৃহস্পতিবার ডোবার মধ্যে আনুমানিক ২৬ বছর বয়সী এক যুবক বারবার ডুব দিতে থাকেন। তাঁকে ডোবা থেকে উঠে আসতে বললেও তিনি আমাদের কথা কর্ণপাত করেননি। পারে আমরা চলে যাই। এর কিছু সময় পরে ডোবায় এসে কাউকে দেখতে পাইনি। আজ পুলিশ এই স্থান থেকে একটি লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবারের ওই যুবক পানিতে ডুবে মারা গেছেন।’ 

ওসি ত্রিনাথ সাহা বলেন, যুবকের লাশ অনেকক্ষণ পানিতে থাকায় হাতের আঙুল নষ্ট হয়ে যাওয়ায় অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দল প্রযুক্তি ব্যবহার করে পরিচয় শনাক্ত করতে পারেনি। এখন ডিএনএ (ডি-অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড) টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত