Ajker Patrika

সীতাকুণ্ডে লরির পেছনে বাসের ধাক্কা, ১১ যাত্রী আহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ৪০
সীতাকুণ্ডে লরির পেছনে বাসের ধাক্কা, ১১ যাত্রী আহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মালবাহী লরির পেছনে ধাক্কা লাগে যাত্রীবাহী বাসের। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে বাসের ১১ জন যাত্রী গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

তবে তাৎক্ষণিকভাবে আহত বাসযাত্রীদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুলতানা মন্দির (জিপিএইচ ইস্পাত কারখানা গেট) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) গোলাম রাব্বানী। তিনি বলেন, ‘কক্সবাজারগামী যাত্রীবাহী একটি বাস ভোরে সীতাকুণ্ডের সুলতানা মন্দির (জিপিএইচ ইস্পাত কারখানা গেট) এলাকা অতিক্রমের সময় অসাবধানতাবশত একটি লরিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ভেতরে থাকা ১১ জন যাত্রী গুরুতর আহত হয়। পরবর্তীকালে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরে মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনায় আহত বাসের ১১ যাত্রীকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হয়। তাদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে। তবে আহতদের মধ্যে আটজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত