Ajker Patrika

পাহাড় কেটে প্লট বানিয়ে বিক্রির অভিযোগ, নির্মাণ হচ্ছে স্থাপনা 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২: ৪৯
পাহাড় কেটে প্লট বানিয়ে বিক্রির অভিযোগ, নির্মাণ হচ্ছে স্থাপনা 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় পাহাড় কেটে প্লট বানিয়ে বিক্রির অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এ ছাড়া নির্মাণ করা হচ্ছে বিভিন্ন অবৈধ স্থাপনা। প্রশাসন জানায়, পাহাড় কাটা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

স্থানীয় লোকজন জানান, গত বছর প্রভাবশালী চক্র পাহাড় কেটে সমতলভূমিতে পরিণত করে। সেখানে দেওয়াল নির্মাণের পাশাপাশি প্লট বানিয়ে বিক্রি করা হয়েছে। ওই সময় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে পাহাড় কাটা বন্ধ করে। এর পাশাপাশি উচ্ছেদ করা হয় অবৈধ স্থাপনা। এ ছাড়া পাহাড় কাটায় জড়িত চক্রের ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পরিবেশ অধিদপ্তর। গত বছর অভিযানের পরে পাহাড় কাটা ও ঘর নির্মাণ বন্ধ হলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে চক্রটি। 

গতকাল বৃহস্পতিবার সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে গিয়ে জানা গেছে, ছিন্নমূল ১ নম্বর সমাজ অন্ধ কল্যাণ সমিতির জায়গার পাশে পাহাড় কেটে ঘর নির্মাণ করছেন আব্দুল হক নামের এক ব্যক্তি। ইতিমধ্যে পাহাড়ের কাটা স্থানে চলছে দেওয়াল নির্মাণের কাজ। 

পাহাড় কাটার বিষয়ে জানতে চাইলে আব্দুল হক বলেন, ‘পাহাড়টি খাস শ্রেণিভুক্ত জায়গায়। এসব পাহাড় সরকারদলীয় স্থানীয় লোকেরা দখল করে বেচাবিক্রি করে থাকে। অধিকাংশ বহিরাগত মানুষ পাহাড়ের দখল কিনে ঘরবাড়ি করছেন। আমিও দখল কিনে ঘর করেছি। এখন ঘরগুলো সংস্কার ও বাড়ানোর জন্য পাহাড়ের কিছু অংশ কাটা হয়েছে। এতে সমস্যা হওয়ার কিছু নেই।’ 

জঙ্গল সলিমপুরের পাহাড়ি এলাকায় ঘর নির্মাণ করে দেওয়ার ঠিকাদারির কাজ করছেন ফারুক ও হাসান মিস্ত্রি নামের দুই ব্যক্তি। এ বিষয়ে হাসান মিস্ত্রি বলেন, ‘পাহাড় কাটার পর আমরা চুক্তিভিত্তিক ঘর তৈরি করে দেই। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা পাহাড় কাটছেন। এতে আমাদের করার কিছু নাই। প্রশাসন সব জানে।’ 

সলিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আরিফুল আলম বলেন, ‘স্থানীয় প্রভাবশালী চক্রকে ম্যানেজ করতে পারলেই সহজেই মেলে পাহাড়ি এলাকায় সরকারি খাস প্লট। তারা প্রতি প্লট ৮-১০ লাখ টাকায় বিক্রি করেন।’ 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় পাহাড় কেটে সমতল করা হয়েছে। ছবি: আজকের পত্রিকাসলিমপুর ইউপির চেয়ারম্যান সালা উদ্দিন আজিজ বলেন, ‘পাহাড় কাটার বিষয় জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারকে (ভূমি) জানাই। তাঁদের নির্দেশনা অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখতে গতকাল বিকেলে আমি ঘটনাস্থলে যাই। এ সময় পাহাড় কাটার সত্যতা পাই।’ ঘটনাস্থল পরিদর্শনের সময় পাহাড় কাটা বন্ধ করতে বললে প্রভাবশালী চক্রের রোষানলে পড়েন বলে দাবি করেছেন ইউপি চেয়ারম্যান। 

ইউপি চেয়ারম্যান আরও বলেন, ‘জঙ্গল সলিমপুরের ২ ও ৩ নম্বর সমাজ এলাকায় খাদিজাতুল কোবরা মাদ্রাসার কর্তৃপক্ষ কোনো ধরনের অনুমোদনের তোয়াক্কা না করে পাহাড় কেটে সমতলভূমিতে পরিণত করেছে। আর সেখানে ভবন নির্মাণ করছে। এভাবে পাহাড় কাটা অব্যাহত থাকলে পরিবেশের চরম বিপর্যয় হবে।’ 

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম বলেন, ‘জঙ্গল সলিমপুর এলাকাটি সন্ত্রাসী ও অপরাধীদের অভয়ারণ্য। কয়েকজন প্রভাবশালী পাহাড়খেকো পাহাড় কাটছে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে জানতে পেরেছি। পাহাড় কাটা বন্ধে জঙ্গল সলিমপুরে অভিযান চালানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত