চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে একই দিনে পৃথক দুই ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার হাজীগঞ্জ উপজেলা ও মতলব দক্ষিণ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
তাঁরা হলেন রেখা বেগম (৪৫) ও সরকার জিলন (১৭)। আজ সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের পাশে হাজীগঞ্জ খাটরা মায়া ভিলার ছাদে জমে থাকা পানি পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতায়িত হন রেখা বেগম। দুপুরে মতলব দক্ষিণের কালিকাপুরে বিষপানে শিক্ষার্থী জিলন মারা গেছে বলে অভিযোগ উঠেছে।
রেখা বেগম খাটরা এলাকার মৃত কামিজ মিয়ার মেয়ে এবং জিলন মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর কালিকাপুর গ্রামের মৃত আফজাল সরকারের ছেলে।
স্থানীয় বাসিন্দা সুমন মিয়া বলেন, ছাদে জমে থাকা পানি পরিষ্কার করতে রেখা বেগম ছাদে ওঠেন। ছাদে পানির সঙ্গে বিদ্যুতের তার জড়ানো ছিল। সেখানে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন। ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে নিহত শিক্ষার্থী জিলনের স্বজনেরা জানান, সে এ বছর কালীপুর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। বাবা না থাকায় মা ও দাদির কাছে থাকত। দুপুরে বাড়ির কিছুটা দূরে বিষপান করে রাস্তার পাশে পড়ে ছিল। সেখান থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয় তাকে। কী কারণে সে বিষপান করেছে কেউ জানেন না।
হাসপাতালের চিকিৎসক বিপ্লব দাস বলেন, ‘তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। স্বজনদের মাধ্যমে জেনেছি সে বিষপানে আত্মহত্যা করেছে।’
চাঁদপুর সদর মডেল থানার নায়েক মো. শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত করা হবে। এরপর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
চাঁদপুরে একই দিনে পৃথক দুই ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার হাজীগঞ্জ উপজেলা ও মতলব দক্ষিণ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
তাঁরা হলেন রেখা বেগম (৪৫) ও সরকার জিলন (১৭)। আজ সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের পাশে হাজীগঞ্জ খাটরা মায়া ভিলার ছাদে জমে থাকা পানি পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতায়িত হন রেখা বেগম। দুপুরে মতলব দক্ষিণের কালিকাপুরে বিষপানে শিক্ষার্থী জিলন মারা গেছে বলে অভিযোগ উঠেছে।
রেখা বেগম খাটরা এলাকার মৃত কামিজ মিয়ার মেয়ে এবং জিলন মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর কালিকাপুর গ্রামের মৃত আফজাল সরকারের ছেলে।
স্থানীয় বাসিন্দা সুমন মিয়া বলেন, ছাদে জমে থাকা পানি পরিষ্কার করতে রেখা বেগম ছাদে ওঠেন। ছাদে পানির সঙ্গে বিদ্যুতের তার জড়ানো ছিল। সেখানে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন। ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে নিহত শিক্ষার্থী জিলনের স্বজনেরা জানান, সে এ বছর কালীপুর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। বাবা না থাকায় মা ও দাদির কাছে থাকত। দুপুরে বাড়ির কিছুটা দূরে বিষপান করে রাস্তার পাশে পড়ে ছিল। সেখান থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয় তাকে। কী কারণে সে বিষপান করেছে কেউ জানেন না।
হাসপাতালের চিকিৎসক বিপ্লব দাস বলেন, ‘তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। স্বজনদের মাধ্যমে জেনেছি সে বিষপানে আত্মহত্যা করেছে।’
চাঁদপুর সদর মডেল থানার নায়েক মো. শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত করা হবে। এরপর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৮ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৮ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১৪ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১৭ মিনিট আগে