Ajker Patrika

কাদের মির্জার নাচের ভিডিও ভাইরাল

প্রতিনিধি
কাদের মির্জার নাচের ভিডিও ভাইরাল

কোম্পানীগঞ্জ (নোয়াখালী): নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জার একটি নাচের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

শুক্রবার (১১ জুন) বিকেলে বসুরহাট পৌর মিলনায়তনে আয়োজিত ‘আলোচনা সভা ও দোয়ার মাহফিলে’ গানের তালে তালে নাচতে দেখা যায় তাঁকে। 

নাচের দৃশ্যটি অনেকে ফেসবুকে লাইভ করেন, আবার অনেকে ভিডিও ধারণ করে পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। অল্প সময়ের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। 

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মেয়র কাদের মির্জাকে ঘিরে তাঁর অনুসারীরা গানের তালে তালে উচ্ছ্বাস প্রকাশ করছেন। কাদের মির্জাও হাততালি দিয়ে ঘুরে ঘুরে নাচছেন। 

আলোচনা সভায় কাদের মির্জা ঘোষিত উপজেলার আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেয়র কাদের মির্জা। 

এতে মেয়রের অনুসারী আওয়ামী লীগ নেতা হাসান ইমাম বাদল, মোহাম্মদ ইউনুস, মো. আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা আবু নাছের, সাবেক কাউন্সিলর আবুল খায়ের, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী পারভিন আক্তারসহ ৩০০-৪০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

গত পাঁচ মাস কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বে এলাকায় অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। দুই পক্ষই নিজেদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুসারী বলে দাবি করছে। ওবায়দুল কাদেরের ছোটভাই মেয়র আবদুল কাদের মির্জা একপক্ষে এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল অপর পক্ষের নেতৃত্ব দিয়ে আসছেন। 

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ সেখানে এরই মধ্যে একজন সাংবাদিকসহ দুইজনের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধসহ আহত হয়েছে আরও শতাধিক। দুই পক্ষই নিজেদের অস্তিত্ব জানান দিতে করোনাকালেও প্রতিদিন কোনো না কোনো অনুষ্ঠানের আয়োজন করছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত