ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
ফেনীর ছাগলনাইয়ায় অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে গেছে। উপজেলার চাঁদগাজী বটতলি বাজারে গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ পুলক কান্তি বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
বাজারের ব্যবসায়ী আলাউদ্দিন চৌধুরী দিদার ও বাজার কমিটির সেক্রেটারি শাহীন জানান, একটি ফলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পড়ে। মোট ১৩টি দোকান পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা ছাড়িয়ে যাবে। দোকান থেকে কোনো মালপত্র বের করতে পারেননি ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
মহামায়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মুন্সি আবদুল কাইয়ূম জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন তা নেভানোর চেষ্টা করেন। এর সঙ্গে সঙ্গে হাজির হন ফায়ার সার্ভিসের কর্মীরা। সবার যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ১৩টি দোকান পুড়ে গেলেও আশপাশের অন্যান্য মার্কেট রক্ষা করা সম্ভব হয়।
আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ অর্থসহায়তা দেন ফেনী জেলা জামায়াতের আমির আবদুল হান্নান। এ সময় তিনি জেলা প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্ত এলাকার চিত্র তুলে ধরেন এবং ব্যবসায়ীদের সরকারি সহায়তা দেওয়ার অনুরোধ জানান।
এ ছাড়া ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবল চাকমা ও উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহাম্মদ মজুমদার ঘটনাস্থল পরিদর্শন এবং ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন।
ফেনীর ছাগলনাইয়ায় অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে গেছে। উপজেলার চাঁদগাজী বটতলি বাজারে গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ পুলক কান্তি বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
বাজারের ব্যবসায়ী আলাউদ্দিন চৌধুরী দিদার ও বাজার কমিটির সেক্রেটারি শাহীন জানান, একটি ফলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পড়ে। মোট ১৩টি দোকান পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা ছাড়িয়ে যাবে। দোকান থেকে কোনো মালপত্র বের করতে পারেননি ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
মহামায়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মুন্সি আবদুল কাইয়ূম জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন তা নেভানোর চেষ্টা করেন। এর সঙ্গে সঙ্গে হাজির হন ফায়ার সার্ভিসের কর্মীরা। সবার যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ১৩টি দোকান পুড়ে গেলেও আশপাশের অন্যান্য মার্কেট রক্ষা করা সম্ভব হয়।
আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ অর্থসহায়তা দেন ফেনী জেলা জামায়াতের আমির আবদুল হান্নান। এ সময় তিনি জেলা প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্ত এলাকার চিত্র তুলে ধরেন এবং ব্যবসায়ীদের সরকারি সহায়তা দেওয়ার অনুরোধ জানান।
এ ছাড়া ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবল চাকমা ও উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহাম্মদ মজুমদার ঘটনাস্থল পরিদর্শন এবং ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন।
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৬ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৭ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১৩ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১৬ মিনিট আগে