Ajker Patrika

হাজার লিটার তেল মজুত করে জরিমানা খেলেন ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
হাজার লিটার তেল মজুত করে জরিমানা খেলেন ব্যবসায়ী

এক শ কিংবা দু শ লিটার নয়, এক হাজার ৫০ লিটার সয়াবিন তেল মজুত করে রাখা হয়েছিল মেসার্স খাজা স্টোর নামের দোকানের গুদামে। মূলত বাজারে কৃত্রিম সংকট তৈরিতেই এই কারসাজি। তবে শেষ রক্ষা হয়নি। গতকাল রোববার নগরীর চৌমুহনীতে অবস্থিত সিডিএ কর্ণফুলী মার্কেটে অবস্থিত ওই গুদামে অভিযান চালিয়ে তেলগুলো জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে ওই দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করে তেলগুলো আশপাশের দোকানে বিক্রির ব্যবস্থা করা হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে। 

 মো. আনিছুর রহমান বলেন, ‘সয়াবিন তেলের কেন সংকট তৈরি হয়েছে সেটি যাচাই করতে আমরা বহদ্দারহাট ও চৌমুহনী এলাকায় অভিযান চালাই। বহদ্দারহাটে তেলের ডিলাররা কারসাজি করছেন–এমন কোনো অভিযোগ পাইনি। তবে চৌমুহনী এলাকার কর্ণফুলী মার্কেটের ভোজ্যতেলের দোকানগুলোতে অভিযান চালানোর সময় মেসার্স খাজা স্টোরের গোডাউনে আমরা ১ হাজার ৫০ লিটারের বেশি মজুত করা তেলের সন্ধান পাই। আমরা তেলগুলো জব্দ করে তাৎক্ষণিক আশপাশের দোকানে বিক্রির ব্যবস্থা করেছি।’ 

তেল মজুত করার অপরাধে খাজা স্টোরের মালিকের কাছ থেকে ভোক্তা অধিকার আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান আনিছুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত