টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে ভেসে আসা আরও একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে দুই দিনের ব্যবধানে তিনটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে বুধবার সাবরাং মুণ্ডার ডেইল নৌকা ঘাট সমুদ্র সৈকত থেকে এক নারী ও বৃহস্পতিবার উখিয়ার ইনানী সমুদ্র সৈকতের পাটোয়ারটেক পয়েন্ট থেকে মাথাবিহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে অর্ধগলিত একটি মরদেহ ভেসে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মরদেহের নাম–পরিচয় জানা যায়নি, তবে বয়স আনুমানিক ৩৫ বছর।
তারা আরও জানান– ধারণা করা হচ্ছে, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা পালিয়ে সাগরপথে মালয়েশিয়ায় পাড়ি জমাতে গিয়ে দুর্ঘটনার শিকার হতে পারেন।
এ বিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, তিনদিনে ৩টি মরদেহ উদ্ধারের বিষয়টা গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে ক্লু উদ্ঘাটন করতে গিয়ে টেকনাফের সাবরাংয়ে যে নারীর মরদেহ পাওয়া গিয়েছে, তার কাছ থেকে মিয়ানমার ও মালয়েশিয়ার দুইটি মোবাইল নম্বর পাওয়া গেছে।’
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, ট্রলার যোগে মিয়ানমার থেকে মালয়েশিয়া পাড়ি জমাতে গিয়ে দুর্ঘটনার মতো ঘটনা ঘটে থাকতে পারে। তবে নিশ্চিত না হওয়াতে তদন্ত কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘সেন্টমার্টিন দ্বীপে একটি অর্ধগলিত মরদেহ ভেসে আসার খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। তবে, মরদেহের পরিচয় জানা যায়নি। মরদেহটির ফিঙ্গার প্রিন্ট ও ডিএনএ টেস্ট সংরক্ষণ করা হয়েছে।’
ওসি বলেন, ‘সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে সাবরাং মুন্ডার ডেইল এলাকার সৈকত থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারীর অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হলেও পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।
কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে ভেসে আসা আরও একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে দুই দিনের ব্যবধানে তিনটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে বুধবার সাবরাং মুণ্ডার ডেইল নৌকা ঘাট সমুদ্র সৈকত থেকে এক নারী ও বৃহস্পতিবার উখিয়ার ইনানী সমুদ্র সৈকতের পাটোয়ারটেক পয়েন্ট থেকে মাথাবিহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে অর্ধগলিত একটি মরদেহ ভেসে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মরদেহের নাম–পরিচয় জানা যায়নি, তবে বয়স আনুমানিক ৩৫ বছর।
তারা আরও জানান– ধারণা করা হচ্ছে, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা পালিয়ে সাগরপথে মালয়েশিয়ায় পাড়ি জমাতে গিয়ে দুর্ঘটনার শিকার হতে পারেন।
এ বিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, তিনদিনে ৩টি মরদেহ উদ্ধারের বিষয়টা গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে ক্লু উদ্ঘাটন করতে গিয়ে টেকনাফের সাবরাংয়ে যে নারীর মরদেহ পাওয়া গিয়েছে, তার কাছ থেকে মিয়ানমার ও মালয়েশিয়ার দুইটি মোবাইল নম্বর পাওয়া গেছে।’
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, ট্রলার যোগে মিয়ানমার থেকে মালয়েশিয়া পাড়ি জমাতে গিয়ে দুর্ঘটনার মতো ঘটনা ঘটে থাকতে পারে। তবে নিশ্চিত না হওয়াতে তদন্ত কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘সেন্টমার্টিন দ্বীপে একটি অর্ধগলিত মরদেহ ভেসে আসার খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। তবে, মরদেহের পরিচয় জানা যায়নি। মরদেহটির ফিঙ্গার প্রিন্ট ও ডিএনএ টেস্ট সংরক্ষণ করা হয়েছে।’
ওসি বলেন, ‘সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে সাবরাং মুন্ডার ডেইল এলাকার সৈকত থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারীর অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হলেও পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।
টাঙ্গাইলের সখীপুর উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকায় পোলট্রি খামারের বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ। ফসলি জমির মাঝে গড়ে ওঠা খামার থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে ওই এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
৪১ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৮ ঘণ্টা আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৮ ঘণ্টা আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৮ ঘণ্টা আগে